shono
Advertisement

মোদির ‘সহানুভূতিশীল নেতৃত্বের প্রশংসা, CAA নিয়ে উচ্ছ্বসিত মার্কিন গায়িকা

সিএএ নিয়ে কিন্তু উদ্বিগ্ন হোয়াইট হাউস।
Posted: 05:13 PM Mar 15, 2024Updated: 05:14 PM Mar 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে চিন্তিত আমেরিকা (USA)। কীভাবে ভারতে এই আইন বলবৎ করা হচ্ছে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। কিন্তু এহেন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিখ্যাত আফ্রিকান-মার্কিনি গায়িকা মেরি মিলবেন। মোদির ‘সহানুভূতিশীল নেতৃত্ব প্রদর্শনে’র প্রশংসা করে তাঁর দাবি, ধর্মীয় নিপীড়নের শিকার যাঁরা তাঁদের ‘বাড়ি’ দিচ্ছেন মোদি (PM Modi)। এই প্রয়াস প্রশংসনীয়।

Advertisement

এক্স হ্যান্ডলে মার্কিন মুখপাত্রের প্রতিক্রিয়া সংক্রান্ত পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘যাঁরা নিজেদের ধর্মবিশ্বাসের কারণে নিপীড়িত, তাঁদের জন্য ভারতে বাড়ির ব্যবস্থা করে দিয়ে সহানুভূতিশীল নেতৃত্বের প্রদর্শন করছেন মোদি। ক্রিস্টান, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ যাঁরা ধর্মীয় স্বাধীনতা চেয়চেন তাঁদের জন্য এটাই শান্তির পথ। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হলে ওঁর লক্ষ্য হবে উন্নতমানের গণতান্ত্রিক সঙ্গী হয়ে ওঠা। সিএএ গণতন্ত্রের দিকে এক সত্য পদক্ষেপ।’

[আরও পড়ুন: ডেডলাইন শেষের আগেই ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ করল কমিশন]

[আরও পড়ুন: লোকসভার সঙ্গেই রাজ্যের দুই বিধানসভার উপনির্বাচন, ইঙ্গিত কমিশনের]

সিএএ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “গত ১১ মার্চ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। ভারতে কীভাবে এই আইন কার্যকর হবে, সেদিকে কড়া নজর রাখছি। গণতন্ত্রের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম ধর্মীয় স্বাধীনতা আর সকল সম্প্রদায়ের সমানাধিকার।” এই পরিস্থিতিতে উলটো মত প্রকাশ করলেন বিখ্যাত মার্কিন গায়িকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement