সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়া-ইউক্রেন এবং ইজরায়েল-হামাস যুদ্ধের মাঝেই এবার পেন্টাগন প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। পামিরায় মার্কিন বাহিনীর উপর এক ভয়াবহ হামলায় তিন আমেরিকান নিহত হয়। এর জবাবেই মার্কিন বাহিনী এই আক্রমণ শুরু করেছে বলে জানা গিয়েছে।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে হেগসেথ লিখেছেন, '১৩ ডিসেম্বর মার্কিন বাহিনীর উপর হামলার প্রতিক্রিয়ায় আইএসআইএস জঙ্গি, পরিকাঠামো এবং অস্ত্র ব্যবস্থা ধ্বংস করার জন্য মার্কিন বাহিনী সিরিয়ায় অপারেশন হকিয়ে স্ট্রাইক শুরু করেছে।' তিনি আরও লিখেছেন, 'আমরা হামলার পরেই বলেছিলাম, যদি বিশ্বের যেকোনও জায়গায় তুমি আমেরিকানদের আক্রমণ করো, তাহলে তোমাদের বাকি জীবন সংক্ষিপ্ত হবে কারণ আমেরিকা তোমায় খুঁজে বের করে নির্মমভাবে হত্যা করবে।'
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই হামলাগুলি আইএসের 'দুর্গ' লক্ষ্য করে করা হয়েছে। তিনি সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল-শারার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন। জঙ্গি গোষ্ঠীটির উপর মার্কিন আক্রমণকে 'সম্পূর্ণ সমর্থন' করছেন তিনি। আইএসআইএস-কে হুশিয়ারি দিয়ে ট্রাম্প লেখেন, 'যদি তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করো বা হুমকি দাও, তাহলে তোমাকে আগের থেকেও বেশি আঘাত করা হবে।'
মার্কিন প্রশাসনের তরফে একে একটি বড় মাপের হামলা হিসেবে বর্ণনা করেছেন। মধ্য সিরিয়ার ৭০টি জায়গায় আক্রমণ করা হয় যেখানে আইএসের পরিকাঠামো এবং অস্ত্র ছিল। জানা গিয়েছে আগামিদিনে আরও হামলা হতে পারে। এই অপারেশনে, এফ-১৫ ঈগল জেট, এ-১০ থান্ডারবোল্ট গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফ্ট এবং এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার ব্যবহার করা হয়। জর্ডনের এফ-১৬ যুদ্ধবিমান এবং এইচআইএমএআরএস রকেট আর্টিলারিও ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে।
