shono
Advertisement
Israel to Strike Iran

'অবাধ্য' ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে ইজরায়েল! নেপথ্যে কি ট্রাম্প?

মার্কিন গোয়েন্দা রিপোর্টে বাড়ছে আশঙ্কা।
Published By: Kishore GhoshPosted: 12:36 PM May 21, 2025Updated: 12:40 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের পরমাণু যুদ্ধের সম্ভাবনা রুখে দিয়েছেন তিনি। একবার নয়, একাধিকবার এই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তিনিই আবার ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালানোর ইন্ধন যোগাচ্ছেন ইজরায়েলকে! সংবাদমাধ্যম ‘সিএনএন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলি সেনা ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানার পরিকল্পনা করছে। এই সম্ভাবনার কথা জানিয়েছে খোদ আমেরিকার গোয়েন্দারাই! গোটা ঘটনার নেপথ্যে নাকি কলকাঠি নাড়ছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

গত কয়েক মাসে বারবার পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। একাধিকবার তেহরানকে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প, পরমাণু চুক্তিতে রাজি না হলে নজিরবিহীন বোমা বর্ষণে গুঁড়িয়ে দেওয়া হবে ইরানকে। পাশাপাশি আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইরানও বুঝিয়ে দিয়েছে ধমকে-চমকে পরমাণু চুক্তিতে সই করানো যাবে না তাদের। এর মধ্যেই দিন দুয়েক আগে আমেরিকা হুঁশিয়ারি দিয়েছিল, তারা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ হতে দেবে না কিছুতেই! এই আবহে ইরানের পরমাণু ঘাঁটিতে ইজরায়েলের হামলার সম্ভাবনার রিপোর্ট ভাবাচ্ছে গোটা বিশ্বকে।

সিএনএন প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলিতে ইজরায়েলের হামলার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। নেপথ্যে পরমাণু চুক্তি নিয়ে ইরানের জেদ ধরে বসে থাকা, ট্রাম্পের শর্ত না মানা ইত্য়াদি। তবে হামলার বিষয়ে ইজরায়েলের শীর্ষ নেতৃত্ব এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে। বিশ্লেষকদের বক্তব্য, আমেরিকার সঙ্গে ইরান যদি পারমাণবিক চুক্তি করতে রাজি না হয়, তবে এই হামলা সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। ইজরায়েল-আমেরিকার বন্ধুত্বই নাকি মধ্যপ্রাচ্যে বিপদ ডেকে আনছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত কয়েক মাসে বারবার পরমাণু চুক্তি নিয়ে ইরানের উপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।
  • সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক ঘাঁটিগুলিতে ইজরায়েলের হামলার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
Advertisement