shono
Advertisement
USA

ট্রাম্পের রোষানলে আমেরিকা থেকে 'বিতাড়িত' ভারতীয়রা, মার্কিন মুলুক থেকে উড়ল বিমান!

সূত্রের খবর, ভারতীয় অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বিমান ইতিমধ্যেই রওনা দিয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:51 AM Feb 04, 2025Updated: 10:22 AM Feb 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের 'অনুপ্রবেশকারী' হঠাও নীতির কোপ পড়তে চলেছে ভারতীয়দের উপরেও! সূত্রের খবর, ভারতীয় অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বিমান ইতিমধ্যেই রওনা দিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই সেই বিমান ভারতে পৌঁছে যাবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের প্রশাসন অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে। ভারতীয়দের ফেরাতে ট্রাম্প কেমন পদক্ষেপ করলেন, প্রশ্ন রয়েছে সেই নিয়েও।

Advertisement

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক আধিকারিক জানান, অভিবাসীদের ফেরাতে এখনও পর্যন্ত আমেরিকা যতগুলি বিমান পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে দূরে ভারত। তাই অন্তত ২৪ ঘণ্টা সময় লাগবে অভিবাসীদের ভারতে পৌঁছতে। উল্লেখ্য, এল পাসো, টেক্সাস, সান দিয়েগো এবং ক্যালিফোর্নিয়া থেকে ছাড়ছে অভিবাসী বোঝাই মার্কিন সামরিক বিমানগুলি।

ডোনাল্ড ট্রাম্প মসনদে বসতেই আমেরিকায় শুরু হয়েছে ‘অনুপ্রবেশকারী হঠাও অভিযান’। শয়ে শয়ে অভিবাসী সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় ট্রাম্প প্রশাসন। এখনও পর্যন্ত ছটি বিমানে করে আমেরিকা থেকে বের করা হয়েছে অভিবাসীদের। লাতিন আমেরিকার দেশগুলিতেই মূলত অভিবাসীদের ফেরানো হয়েছে। প্রথমে অভিবাসী বোঝাই বিমান গ্রহণ করতে চায়নি কলম্বিয়া। পরে ট্রাম্পের 'হুমকি'র মুখে পড়ে পিছু হটতে হয়েছে তাদের।

উল্লেখ্য, গত সোমবার নানা বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় ট্রাম্পের। তারপরেই তিনি বলেন, “অভিবাসন নিয়ে কথা হয়েছে মোদির সঙ্গে। অভিবাসীদের ফেরানোর ক্ষেত্রে ভারত সঠিক পদক্ষেপই করবে।” সূত্রের খবর, আমেরিকায় থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে 'অনুপ্রবেশকারী' হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। এবার তাঁদের আমেরিকা থেকে 'বিতাড়িত' করার প্রক্রিয়াও শুরু হয়েছে, খবর রয়টার্স সূত্রে। ২০৫ জন ভারতীয়কে নাকি প্রথম দফায় ফেরানো হচ্ছে। তাঁরা যে ভারতের নাগরিক, সেটার পর্যাপ্ত প্রমাণও রয়েছে মার্কিন প্রশাসনের হাতে। বিশ্লেষকদের অনুমান, নয়াদিল্লির তরফেও হয়তো সাহায্য করা হয়ে নাগরিকত্বের প্রমাণ পাওয়ার জন্য। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ভারতীয় অভিবাসীদের নিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান।
  • এখনও পর্যন্ত ছটি বিমানে করে আমেরিকা থেকে বের করা হয়েছে অভিবাসীদের। লাতিন আমেরিকার দেশগুলিতেই মূলত অভিবাসীদের ফেরানো হয়েছে।
  • আমেরিকায় থাকা অন্তত ১৮ হাজার ভারতীয়কে 'অনুপ্রবেশকারী' হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন।
Advertisement