সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোয়ার জনপ্রিয় নাইটক্লাবের দুই মালিককে থাইল্যান্ড থেকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু হল। ইতিমধ্যেই দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরার পাসপোর্ট বাতিল হয়েছে। ফুকেত থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ড পুলিশ। তবে দুই ভাইকে ভারতে ফেরাতে কিছু কূটনৈতিক বাধা রয়েছে। আপাতত সেসব প্রক্রিয়া চলছে থাইল্যান্ডে।
মঙ্গলবার দুই ভাইয়ের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। তারপর বুধবার দিল্লির রোহিণী কোর্টে লুথরাদের আইনজীবী দাবি করেন, রক্ষাকবচ পেলেই দেশে ফিরবেন দুই ভাই। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি আদালত। বৃহস্পতিবার তাঁদের আগাম জামিনের আবেদনের শুনানি হবে। সেই শুনানির আগেই অবশ্য থাইল্যান্ড পুলিশের জালে ধরা পড়ে দুই ভাই। বুধবার গভীর রাতে লুথরাদের পাসপোর্টও বাতিল করে দেয় বিদেশ মন্ত্রক।
ফুকেত থেকে গ্রেপ্তার করে আপাতত রাজধানী ব্যাঙ্ককে আনা হয়েছে লুথরা ভাইদের। ইমিগ্রেশন ডিটেকশন সেন্টারে তাঁদের রাখা হয়েছে। যতদিন না প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হয় ততদিন তাঁদের এখানেই থাকতে হবে। যেহেতু পাসপোর্ট বাতিল হয়েছে, তাই লুথরা ভাইদের জন্য বিশেষ ট্রাভেল সার্টিফিকেট জারি করবে থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস। সেই সার্টিফিকেট পেলে তবেই বৈধভাবে ভারতে প্রবেশ করানো যাবে গোয়া নাইটক্লাবের দুই মালিককে। সম্ভবত সোমবার ভারতে ফিরতে পারেন তাঁরা।
উল্লেখ্য, গোয়ার নাইটক্লাবে আগুন (Goa Nightclub Fire Update) লাগার পর একঘণ্টারও কম সময়ের মধ্যে দুই ভাই থাইল্যান্ডের টিকিট কাটেন। যখন দমকল আগুন নেভানোর চেষ্টা করছে ততক্ষণে দুই ভাই ফুকেতে গা ঢাকা দিয়েছেন। যদিও আইনজীবীদের দাবি, আগে থেকেই থাইল্যান্ড সফরের পরিকল্পনা ছিল দুই ভাইয়ের। কিন্তু প্রশ্ন উঠছে, দুই ভাই যেসময়ে দেশ ছাড়েন তখন হাজারে হাজারে উড়ান বাতিল করছে ইন্ডিগো। সেই ইন্ডিগোর বিমানেই কী করে থাইল্যান্ড পাড়ি দিলেন গৌরব এবং সৌরভ?
