সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাডার নতুন বিদেশমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ। সেদেশের প্রধানমন্ত্রী মার্ক কারনি তাঁর নাম ঘোষণা করেছেন। কানাডার শিল্পমন্ত্রীর দায়িত্ব দেওয়া হল মেলানি জোলি, যিনি এতদিন বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
এক্স হ্যান্ডলে অনিতা লিখেছেন, 'কানাডার বিদেশমন্ত্রী হিসেবে আমার নাম ঘোষণা করায় আমি সম্মানিত। প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। এবং আমাদের দল একটা নিরাপদ, সুন্দর বিশ্ব গড়তে চায় কানাডিয়ানদের জন্য।'
কে অনিতা আনন্দ?
অনিতা পেশায় একজন আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। এর আগে কানাডার প্রতিরক্ষা মন্ত্রী, পরিবহন মন্ত্রী ও উদ্ভাবন, বিজ্ঞান এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। এবার সেদেশের প্রথম হিন্দু বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেবেন অনীতা।
তাঁর বাবা-মা অভিবাসী। দু'জনই ছিলেন চিকিৎসক। ভারত থেকে গত শতকের ছয়ের দশকে এদেশে আসেন। তাঁর মা পাঞ্জাব ও বাবা তামিলনাড়ুর বাসিন্দা। দুই বোন গীতা ও সোনিয়া।
কোভিড আমলে রাজনৈতিক যাত্রা শুরু হয় অনিতার। সেই সময় টিকা বিতরণ এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বণ্টনের দায়িত্ব তিনিই সামলেছিলেন জনসেবা ও ক্রয় মন্ত্রকের হয়ে। পরে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে যৌন নির্যাতন রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন তিনি। এছাড়াও রাশিয়ার ইউক্রেনে অবৈধ আগ্রাসনের পর ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণের জন্য কানাডার সামরিক সহায়তা এবং কর্মী সরবরাহের প্রচেষ্টার নেতৃত্বও তিনি দিয়েছিলেন।
