সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। নির্দল প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোর থেকে বেশি কিছুটা এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। এই অবস্থায় শনিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফোন করেছেন মামদানিকে। জিতলে তাঁকে পরামর্শ দেওয়ার জন্য পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ওবামা। মামদানির মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।
মামদানির মুখপাত্র ডোরা পেকেক বলেন, "জোহরান মামদানি এবং প্রাক্তন প্রেসিডেন্টের মধ্যে কথা হয়েছে। ওবামার সমর্থনের কথা এবং আমাদের শহরে একটি নতুন ধরণের রাজনীতি আনার গুরুত্ব সম্পর্কে তাদের কথোপকথন হয়েছে।"
উগান্ডায় জন্মানো মামদানি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, প্রাক্তন গভর্ণর অ্যান্ড্রু কুয়োমোর তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। ডেমক্র্যাটিক প্রাইমারিতে মামদানির কাছে হেরে যাওয়ার পরে নির্দল হিসেবে লড়ছেন কুয়োমো।
প্রসঙ্গত, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা। অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর জেহরান নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছে। সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান।
