সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়লেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ারের পুত্র তথা ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তাঁকে কটাক্ষ করেছিলেন। সম্প্রতি তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কমিউনিস্ট’ জোহরান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হলে তিনি শহরের কেন্দ্রীয় অনুদান বন্ধ করে দেবেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের 'রক্তচক্ষু'কে পরোয়া করল না নিউ ইয়র্কবাসী।
মামদানির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া এবং আরও এক ডেমোক্র্যাট প্রার্থী তথা নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। সূত্রের খবর, নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন মামদানি। অ্যান্ড্রু পেয়েছেন প্রায় ৪১ শতাংশের কাছাকাছি ভোট। অন্যদিকে, চরম বিপর্যয়ের মুখ দেখেছেন রিপাবলিকান প্রার্থী কুর্টিস। সূত্রের খবর, তাঁর প্রাপ্ত ভোট ১০ শতাশেরও নিচে। জানা গিয়েছে, আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি। তিনিই হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি, নিউ ইয়র্কের গত ১০০ বছরের ইতিহাসে ৩৪ বছর বয়সি মামদানিই হবেন কনিষ্ঠতম মেয়র।
মামদানির জন্ম উগান্ডার কাম্পালায়। তাঁর বাবা বিখ্যাত লেখক মাহমুদ মামদানি। তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে, জোহরানের মা হলেন স্বনামধন্য চিত্র পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর মামদানি নিউ ইয়র্কে চলে যান। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন মামদানি। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছিল। সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান - নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছিলেন মামদানি।
নিউ ইয়র্কের মেয়র নির্বাচন সম্পন্ন হতেই সকল ডেমোক্র্যাট নেতাদের অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, 'ভোটে জয়ী সকল ডেমোক্র্যাট প্রার্থীদের অভিনন্দন জানাই। যখন শক্তিশালী, দূরদর্শী নেতারা একত্রিত হন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করেন, তখন তাঁরা জয়ী হন। ভবিষ্যৎ আরও উজ্জ্বল। তবে আমাদের এখনও অনেক কাজ বাকি আছে।'
