shono
Advertisement

‘দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলেই চরম সিদ্ধান্ত’, সাক্ষী-ভিনেশদের পাশে সমব্যথী বিজেন্দর

'পদক জিতলে ছবি তোলেন প্রধানমন্ত্রী, এখন চুপ কেন', প্রশ্ন বিজেন্দরের।
Posted: 02:49 PM May 31, 2023Updated: 02:49 PM May 31, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: প্রতিবাদ করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই অক্সিজেনের সমান পদক জলে ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগিররা। সাংবাদিকের মুখোমুখি হয়ে এটাই বললেন অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিং (Vijender Singh)। বুধবার তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চ থেকে পদক জিতে ফিরলে ক্রীড়াবিদদের নিজের বাড়িতে ডেকে চা খাওয়ান প্রধানমন্ত্রী। কিন্তু এখন পুরো ঘটনায় তিনি চুপ। কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে প্রধানমন্ত্রী বা সরকার কেন এখনও বিবৃতি দেয়নি, সেই প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা।

Advertisement

কয়েক মাসের মধ্যেই এশিয়ান গেমস, আগামী বছরেই অলিম্পিক। এহেন পরিস্থিতিতে প্র্যাকটিস না করে রাস্তায় বসে আন্দোলন করছেন কুস্তিগিররা। কার্যত বিনা প্রস্তুতিতেই এই টুর্নামেন্টে নামতে হবে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের। ফলে পদক জয়ের সম্ভাবনাও অনেকখানি কমে যাবে। পুরো বিষয়টি দেখে বিজেন্দরের মত, “আসলে আর কোনও পথ নেই। একবার ভেবে দেখুন কতখানি সমস্যায় পড়লে খেলোয়াড়রা এইভাবে প্রতিবাদ করেন। আমাদের মতো ক্রীড়াবিদদের কাছে পদকটা আসলে অক্সিজেন। সেটা বিসর্জন দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।” 

[আরও পড়ুন: ‘ভাইঝিকে হেনস্তা করা হয়নি, ফাঁসানো হচ্ছে ব্রিজভূষণকে’, বিস্ফোরক নির্যাতিতা কুস্তিগিরের কাকা]

প্রধানমন্ত্রীকেও একহাত নিয়েছেন বিজেন্দর। তিনি বলেন,”যখন আমরা পদক জিতে ফিরে ফিরি তখন সাতদিনের মধ্যে প্রধানমন্ত্রী আমাদের বাড়িতে ডেকে চা খাওয়ান, ছবি তোলেন। কিন্তু আজ পদকজয়ীরা প্রতিবাদ করছেন, পদক ফেলে দিতে চাইছেন। কিন্তু প্রধানমন্ত্রী একবারও বলেননি যে পদক ফেলবেন না। তবে আমরা কুস্তিগিরদের অনুরোধ করছি, কারও উপর রাগ করে এমন সিদ্ধান্ত নেবেন না। এই পদক আসলে দেশের সম্মান,তাকে বিসর্জন দেবেন না।”

প্রসঙ্গত, কুস্তিগিরদের সমর্থনে তাঁদের আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন বিজেন্দর। কিন্তু তাঁকে মঞ্চে থাকার অনুমতি দেওয়া হয়নি। বুধবারই এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক ডাকেন কংগ্রেস সাংসদ দীপেন্দর সিং হুডা। তিনি বলেন, “গোটা দুনিয়া দেখেছে কীভাবে কুস্তিগিরদের হেনস্তা করা হয়েছে। অন্য সময়ে বেটি বাচাওয়ের কথা বললেও এখন প্রধানমন্ত্রী চুপ। সরকারের তরফে একবারও কুস্তিগিরদের বার্তা দেওয়া হয়নি।” 

[আরও পড়ুন: সিনেমা হলে শো নেই, তবে এবার সহজেই দেখতে পাবেন ‘দ্য কেরালা স্টোরি’, কীভাবে?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement