shono
Advertisement

Breaking News

পদ্মভূষণের জন্য মনোনীত হলেন কুস্তিগির সুশীল কুমার

দু'বছর আগে এই সম্মানের জন্য সুশীলের নাম সুপারিশ করা হয়েছিল৷ তবে সেবার তা খারিজ হয়ে যায়৷ The post পদ্মভূষণের জন্য মনোনীত হলেন কুস্তিগির সুশীল কুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 02:14 AM Sep 07, 2016Updated: 08:44 PM Sep 06, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরসিংহ যাদব ডোপ পরীক্ষায় ফেল করার পর একাধিকবার উঠে এসেছিল ভারতীয় কুস্তিগির সুশীল কুমারের নাম৷ কিন্তু কোনও ভাল কারণে নয়৷ নরসিংহের রিও ওলিম্পিকে যেতে না পারার জন্য অনেকেই সুশীলের দিকে আঙুল তুলেছিলেন৷ সেসব এখন অতীত৷ বিতর্ককে পিছনে ফেলে এবার ভাল কারণে সংবাদের শিরোনামে উঠে এল সুশীলের নাম৷ তিনিই একমাত্র ভারতীয় কুস্তিগির যিনি ওলিম্পিকে দু’টি পদক জিতেছেন। ২০০৮ বেজিং ওলিম্পিকে ব্রোঞ্জ ও ২০১২ লন্ডন ওলিম্পিকে দেশকে রুপো এনে দিয়েছিলেন সুশীল কুমার৷ আর তাঁর সেই কৃতিত্বের জন্যই ভারতীয় কুস্তিগিরকে এবার পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করল ভারতীয় কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই)৷

Advertisement

ফেডারেশন সচিব বিনোদ তোমার জানান, গত মাসেই পদ্মভূষণ সম্মানের জন্য সুশীল কুমার, মহিলা কুস্তিগির অলকা তোমর ও সুশীলের কোচ যশবীর সিংয়ের নাম সুপারিশ করা হয়েছিল৷ দু’বছর আগে এই সম্মানের জন্য সুশীলের নাম সুপারিশ করা হয়েছিল৷ তবে সেবার তা খারিজ হয়ে যায়৷ তাই ফেডারেশনের বিশ্বাস, এবার সুশীল তাঁর প্রাপ্য সম্মান পাবেন৷

রাজীব গান্ধী খেলরত্নে ভূষিত সুশীল ওলিম্পিকের জোড়া পদকের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটি সোনা ও কমনওয়েলথে দু’বার সোনা পেয়েছিলেন৷ দেশের এই সফল কুস্তিগির অবশ্য চলতি বছর রিও ওলিম্পিকের ৭৪ কেজি বিভাগে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি৷ তাঁর পরিবর্তে রিওতে কোয়ালিফাই করেছিলেন নরসিংহ যাদব৷

এদিকে, এদিন যোগেশ্বর দত্তের পদক জল্পনার অবসান ঘটাল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং৷ তাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, যোগেশ্বরের পদক সোনায় পরিবর্তিত হচ্ছে না। লন্ডন ওলিম্পিকে কুস্তির ৬০ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছিলেন আজারবাইজানের তঘরুল আসগারোভ৷ তিনি ডোপ টেস্টে উত্তীর্ণ হয়েছেন৷ তাই ব্রোঞ্জজয়ী যোগেশ্বরের পদক সোনায় বদলাচ্ছে না৷ এর আগে যোগেশ্বরের ব্রোঞ্জ পদক পাল্টে রুপো হয়ে গিয়েছিল৷ কিন্তু প্রয়াত রাশিয়ান কুস্তিগির বেসিক কুদুখভকে সম্মান জানাতে রুপোর পদক নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন ভারতীয় কুস্তিগির৷

The post পদ্মভূষণের জন্য মনোনীত হলেন কুস্তিগির সুশীল কুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement