shono
Advertisement

Breaking News

নামমাত্র দামে দূষণরোধী মাস্ক! সস্তার মোবাইলের পর বড় চমক শাওমির

দাম শুনলে চমকে যাবেন! The post নামমাত্র দামে দূষণরোধী মাস্ক! সস্তার মোবাইলের পর বড় চমক শাওমির appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Jan 06, 2019Updated: 06:18 PM Jan 06, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমগ্র বিশ্বে প্রত্যেকদিন বাড়ছে দূষণের মাত্রা৷ কলকাতার, দিল্লির মতো ভারতের মেট্রো সিটিগুলির লাগাম ছাড়া দূষণ এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশবিদদের৷ কীভাবে এই দূষণের পরিমাণ কমানো যায়, খোঁজ করছেন বিশেষজ্ঞরা৷ এমতো পরিস্থিতিতে দূষণের আতঙ্ক কাটাতে একটা নয়া উপায় বাতলে দিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা শাওমি৷ সস্তার মোবাইলের পর সংস্থাটি বাজারে নিয়ে এসেছে বিশেষ প্রযুক্তিতে তৈরি একটি ‘অ্যান্টি পলিউশন মাস্ক’৷ যা দূষণের কবল থেকে ফুসফুসকে অনেকটা রক্ষা করবে বলে দাবি সংস্থাটির। তাও নামমাত্র দামে মিলবে এই মাস্ক৷

Advertisement

[অ্যাকাউন্ট না থাকলেও আপনার ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে ফেসবুক! ]

নতুন সালের শুরুতেই এই দূষণরোধী মাস্কের ঘোষণা করেছে শাওমি। যার পোশাকি নাম ‘এমআই এয়ারপপ পিএম ২.৫’। সংস্থাটি জানিয়েছে, এই মাস্কের দাম একদমই মধ্যবিত্তের নাগালের মধ্যে৷ একটি প্যাকেটে থাকবে দু’টি মাস্ক এবং এর জন্য গ্রাহককে দিতে হবে মাত্র ২৪৯ টাকা। তবে যেকোনও দোকানে এই মাস্ক পাওয়া যাবে না৷ কেবলমাত্র শাওমির অনলাইন স্টোরেই মিলবে এই মাস্কের হদিশ৷

[১০ জানুয়ারি বাজারে আসছে রেডমির ওয়াটারপ্রুফ হ্যান্ডসেট]

সংস্থার দাবি, মাস্কটিতে রয়েছে দূষণ রোধের চারটি স্তর এবং এই অত্যাধুনিক মাস্কটি ০.৩ মাইক্রন আকার পর্যন্ত বায়ুতে ভাসমান ধূলিকণা আটকাতে সক্ষম৷ ৯৯.৯৭ শতাংশ ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা পালন করবে মাস্কটি। এর ওজন মাত্র ৩২.২ গ্রাম এবং অ্যান্টি পলিউশন মাস্ক একটানা ১৫ ঘণ্টা ব্যবহার করা যাবে। এর রং কালো৷

The post নামমাত্র দামে দূষণরোধী মাস্ক! সস্তার মোবাইলের পর বড় চমক শাওমির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement