সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়াই দ্বীপপুঞ্জের ছোট্ট এক হ্রদ। রুক্ষ পাথুরে দেওয়াল দিয়ে ঘেরা, নীল জলে ভরা!
আর তাতেই সর্বদা হাতছানি দেয় মৃত্যু!
স্থানীয়রা তাই নামও দিয়েছেন মৃত্যু-হ্রদ। ‘পুল অফ ডেথ’।
এরকম নাম দেওয়ার অবশ্য কারণও রয়েছে। প্রতি মুহূর্তে ভয় পাইয়ে দেওয়ার মতো উচ্চতায় ওঠা-নামা করে হ্রদের জল। সমুদ্রের স্রোতের মতো উথাল-পাথাল সেই জল পাথরের গায়ে ধাক্কা খেয়ে ছিটকে ছিটকে ওঠে!
বলাই বাহুল্য, এরকম জলস্রোতের মুখে সাঁতার কাটা বেশ কঠিন ব্যাপার।
সেই জন্যই অনেকেই এই হ্রদে সাঁতার কাটতে গিয়ে আর বেঁচে ফেরেন না। তবে, স্থানীয়দের দাবি, আদতে না কি এই হ্রদ অভিশপ্ত। কেন না, এই হ্রদ মৃত্যুর গ্রাসে টেনে নেয় কেবল পর্যটকদেরই! কোনও স্থানীয় মানুষের আজ পর্যন্ত এই হ্রদে নেমে মৃত্যু হয়নি!
এহেন মৃত্যু-হ্রদে সাঁতার কাটার একটি ভিডিও এবার ভাইরাল হল। দেখা গেল, অপরিসীম দক্ষতায় তোলপাড় করা জলে সাঁতার কাটছেন তিন সাঁতারু।
চোখ রাখুন ভিডিওয়! এরকম অভিজ্ঞতা আগে আপনার কখনই হয়নি- বাজি ধরে বলা যায়!
The post মৃত্যু-হ্রদে সাঁতার, ভাইরাল ভিডিও! appeared first on Sangbad Pratidin.