শেখর চন্দ্র, আসানসোল: মায়ের ইচ্ছা ছিল, ছেলে সরকারি চাকুরে হোক। কিন্তু যোগ্যতার নিরিখে তা হতে পারেনি ছেলে। ফলে ভুয়ো রেলকর্মী (Fake Railways) সেজে নিজের বিপদ নিজেই ডেকে আনল ধানবাদের (Dhanbad) যুবক। ভুয়ো রেলকর্মী সেজে ঘোরাই শুধু নয়, তোলা আদায়ের মতো বিস্ফোরক অভিযোগেও অভিযুক্ত সে। এবার স্টেশন ম্যানেজার সেজে আসানসোলে স্টেশনে তোলা তুলতে গিয়ে ধরা পড়ে গেল ধানবাদের যুবক। বৃহস্পতিবার সন্ধে নাগাদ এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোল রেল স্টেশনে।
কখনও তন্ময় কর, কখনও আবার সনাতন হালদার নামে টিকিট চেকার (TT) বা স্টেশন ম্যানেজার (SM) সেজেছেন ধৃত যুবক। কখনও স্টেশন ম্যানেজার, কখনও আবার টিকিট পরীক্ষকের পরিচয় দিয়ে ঝাড়খণ্ডের ধানবাদের ঝরিয়ার ওই যুবক প্রতারণা চালিয়ে যাচ্ছিল। অবশেষে আরপিএফের (RPF) হাতে ধরা পড়ল আসানসোলে। তার কাছ থেকে তিনটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। তবে সেই তিনটিই সম্ভবত ভুয়ো। কারণ, আধার কার্ড, ভোটার কার্ড ও সার্টিফিকেটে তিনটি পৃথক নাম রয়েছে।
[আরও পড়ুন: খেয়েছিলেন পেরেক, কয়েন, স্টোন চিপস! জটিল অস্ত্রোপচারে যুবকের প্রাণ বাঁচাল বর্ধমান মেডিক্যাল কলেজ]
ধৃত যুবককে জেরা করে আসল নাম জানার চেষ্টা করছে রেল পুলিশ। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) অমিতাভ চট্টোপাধ্যায় জানান, ”উনি রেলের কোনও কর্মী নন। আরপিএফ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। পানাগড় স্টেশনের ম্যানেজার পরিচয় দিয়ে আসানসোল স্টেশনের সুলভ শৌচালয়ে তোলাবাজির চেষ্টা করছিল সে। তখনই ধরা পড়ে।” অভিযুক্ত যুবকের দাবি, মা তাকে সরকারি চাকরি পাওয়ার কথা বলেছিলেন বারবার। মায়ের সেই ইচ্ছাপূরণের জন্যই ছ’মাস ধরে এই কাজ করে যাচ্ছে। তবে শেষরক্ষা হল না। ভুয়ো পরিচয় নিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে হাজতে ঠাঁই হতে চলেছে তার।