shono
Advertisement

Breaking News

মহিলা সহকর্মীর সঙ্গে প্রাতঃরাশ, গ্রেপ্তার যুবক

আজব কাণ্ড! The post মহিলা সহকর্মীর সঙ্গে প্রাতঃরাশ, গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:56 PM Sep 23, 2018Updated: 05:56 PM Sep 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা সহকর্মীর সঙ্গে প্রাতঃরাশ করার অপরাধে এক হোটেল কর্মীকে গ্রেফতার করল সৌদি পুলিশ। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা ও পুরুষ দুই কর্মী এক সঙ্গে বসে প্রাতরাশ করছেন। মহিলা কর্মীর মাথা থেকে পা পর্যন্ত নিকাবে ঢাকা। কিছুটা ফিল্মি কায়দায় পাশে বসা পুরুষ সহকর্মীকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন তিনি। ব্যাস তাতেই গেল গেল রব উঠেছে রক্ষণশীল সৌদি দুনিয়ায়।

Advertisement

[ ‘ট্রাম্পের পুরুষাঙ্গটি ঠিক যেন ব্যাঙের ছাতা’, এ কী বললেন পর্নস্টার!]

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মিশরীয় একটি হোটেলে কাজ করেন ওই দু’জন। ধৃত ব্যক্তিকে মিশরের নাগরিক বলেও চিহ্নিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম। অন্যদিকে, নিকাবে ঢাকা মহিলাকে সৌদির বাসিন্দা বলেই মনে করা হচ্ছে। ভিডিওটি প্রকাশ হওয়া মাত্র দেশের বিভিন্ন মহলে বিতর্কের ঝড় ওঠে। সাধারণ মানুষ থেকে প্রশাসনিক কর্তা, প্রায় সকলেরই দাবি, কর্মক্ষেত্রে মহিলা-পুরুষের এই অবাধ মেলামেশা সৌদি মূল্যবোধ ও ঐতিহ্যকে কালিমালিপ্ত করছে। এই প্রসঙ্গে রবিবার শ্রম মন্ত্রকের তরফে এই গ্রেপ্তারির কথা জানানো হয়। পাশাপাশি সংশ্লিষ্ট হোটেল মালিকের নামেও সমন পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কর্মক্ষেত্রে মহিলা-পুরুষের পৃথকীকরণের যে সরকারি নিয়ম রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে।  ধৃতদের আদালতে পেশ করা হলে সরকার পক্ষের আইনজীবী দাবি করেন, প্রত্যেক দেশবাসীর সৌদি রাজতন্ত্রের মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। যুবরাজ মহম্মদ বিন সলমনের উদারীকরণ নীতি বিশেষত মহিলাদের গাড়ি চালানো, সিনেমা দেখায় অনুমতি ও মহিলা-পুরুষের কনসার্টের  অনুমতি দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণের পরই এই ধরনের ঘটনা ঘটছে বলেও রক্ষণশীলদের সমালোচনার মুখে পড়তে হয়েছে যুবরাজকে।

[ মাঝ আকাশে গায়েব রুশ যুদ্ধবিমান! ইজরায়েলের রকেট হামলার অভিযোগ]

The post মহিলা সহকর্মীর সঙ্গে প্রাতঃরাশ, গ্রেপ্তার যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement