অরিজিৎ গুপ্ত, হাওড়া: বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির নিমতলা এলাকার ঘটনা। পরে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাওড়ার বালির নিমতলা এলাকায় ওই কিশোরীর বাড়ি। ওই এলাকাতেই থাকে সুকুরু দাস ওরফে চিংড়ি নামে ওই অভিযুক্ত যুবক। গতকাল ওই কিশোরীর বাবা-মা কোনও কাজে বাইরে ছিলেন। দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই বছর ১৩-এর নাবালিকা। সেই সুযোগে অভিযুক্ত যুবক ওই বাড়িতে ঢোকে। গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখায়। এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
যুবকের লালসার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়ে ওই কিশোরী। কাউকে ঘটনার কথা বলা হলে, খুন করা হবে। সেই হুমকিও দেওয়া হয় তাকে। সময় গড়াতে ক্রমে অসুস্থ হয়ে যায় সে। এদিকে তার বাবা-মাও বাড়িতে ফিরে আসেন। মেয়ে কান্নায় ভেঙে পড়লে বিষয়টি জানার চেষ্টা হয়। বাবা-মাকে পুরো ঘটনা জানায় ওই কিশোরী। এরপরই কিশোরীর বাবা বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষা হয়েছে। তার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে বলে খবর।