shono
Advertisement

মর্মান্তিক! পা হড়কে ফুটন্ত জলের হাঁড়িতে পড়ে প্রাণ হারালেন যুবক

শোকের ছায়া ইটাহারে।
Posted: 05:33 PM Oct 28, 2023Updated: 05:33 PM Oct 28, 2023

শংকরকুমার রায়, রায়গঞ্জ: পা হড়কে ফুটন্ত গরম জলভরা হাঁড়িতে পড়ে মুখ, মাথা ঝলসে প্রাণ গেল এক যুবকের। শনিবার দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষপর্যন্ত মৃত্যু হয় তাঁর। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইটাহারের সলিয়াপাড়ার বাড়িতে শুক্রবার সন্ধেয়।

Advertisement

পরিবার সূত্রে খবর, মৃতের নাম বিজয় হাঁসদা (২৯)। স্ত্রী-সহ তিন শিশু সন্তান রয়েছে। বিজয়ের নিজের বাড়িতে জামাকাপড় কাচার জন্য টিউবওয়েল পাড়ে রাখা ছিল বড় হাঁড়ি ভর্তি ফুটন্ত জল। সেই সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মুহূর্তে পা পিছলে হুড়মুড় করে গরম জলের হাঁড়িতে মুখ থুবড়ে পড়ে যান ওই যুবক। গরম জলে পুড়ে ঝলসে যায় মুখমণ্ডল-সহ শরীরের উপরের অংশ।

[আরও পড়ুন: তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের আপত্তি, স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে গৃহীত হল না দণ্ড সংহিতার খসড়া]

তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ইটাহার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় তাঁকে। পরবর্তীতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। এদিন মৃত্যু হয় ওই যুবকের। এদিন রায়গঞ্জে মর্গের সামনে দাঁড়িয়ে মৃতের ভাই যোগেন হাঁসদা বলেন, “আসলে টিউবওয়েলের সামনে রাখা গরম জলই সব সর্বনাশ করে দিল।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement