সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: নানা অশান্তি দানা বাঁধতে পারে। তবে কারও সঙ্গে তর্ক বিবাদে জড়াবেন না। আত্মবিশ্বাসকে পাথেয় করে আরও এগিয়ে চলুন। নীরবতাই আপনাকে সাফল্যের শিখরে পৌঁছতে সাহায্য করবে।
বৃষ রাশি: আপনার কাছের লোকজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। তাঁদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। নিজের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না। সত্য়ের পথ থেকে বিচলিত হবেন না। তাতে নিজের ক্ষতি হতে পারে।
মিথুন রাশি: প্রত্যেক প্রশ্নের যে প্রত্যুত্তর দিতে হবে, তা নয়। তাই ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। আয় বাড়তে পারে। বছরের শেষ মঙ্গলবার লটারির টিকিট কাটতে পারেন। লাভবান হবেন।
কর্কট রাশি: জীবনের সমস্যা আসবে। সমাধানের পথ খোঁজার চেষ্টা করুন। ব্যয় হতে পারেন। এদিন ভুলেও কোথাও বিনিয়োগ করবেন না। তাতে সমস্যা হতে পারে।
সিংহ রাশি: অন্যের কাছে খুব বেশি প্রত্যাশা রাখবেন না। তাতে দুঃখ পেতে পারেন। ক্ষুদ্র স্বার্থের পিছনে দৌড়বেন না। সকলকে সম্মান করুন। অনেকদিন যোগাযোগ নেই এমন কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কন্যা রাশি: এদিন কোনও সুখবর পেতে পারেন। আয় ভালোই হবে। বিনিয়োগও শুভ। কোথাও বেড়াতে যাওয়ার সুযোগও পেতে পারেন। এই সুযোগ হাতছাড়া করবেন না। বরং পরিবারের লোকজনের সঙ্গে কোথাও ঘুরে আসুন। ভালো সময় কাটান।
তুলা রাশি: বিশ্বস্ত মানুষের কাছ থেকে দুঃখ পেতে পারেন। তাই কাউকে বিশ্বাস করে কোনও গোপন তথ্য জানাবেন না। এদিন একটু বুঝেশুনে এগোন। নইলে ক্ষতি হতে পারে।
বৃশ্চিক রাশি: বছরের শেষ মঙ্গলবার যেন আপনারই। বহু পুরনো কোনও স্বপ্নপূরণ হতে পারে। বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। কারও থেকে কিছু উপহার পেতে পারেন।
ধনু রাশি: কাজের চাপ থেকে কিছুটা বিরতি নিন। নইলে বড় কোনও শারীরিক সমস্যা হতে পারে। দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই বুঝে শুনে পা ফেলুন। নইলে বিপদ হতে পারে।
মকর রাশি: বিপদে পড়তে পারেন। তবে তা দীর্ঘস্থায়ী হবে না। খুব কাছের কারও সহযোগিতায় সমস্যা থেকে রেহাই পাবেন। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি পেতে পারেন। বিনিয়োগও শুভ।
কুম্ভ রাশি: আপনার সন্তানের সাফল্য গর্বিত করতে পারে। আয়ও ভালোই হবে। কাছেপিঠে কোথাও বেড়াতে যাওয়ার আচমকা পরিকল্পনা হতে পারে। শরীর স্বাস্থ্য মোটের উপর ভালোই থাকবে।
মীন রাশি: যেভাবে ভাবছেন সেভাবে দিনটা নাও কাটতে পারে। অবাঞ্ছিত কোনও কারণে আপনার পরিকল্পনা বানচাল হতে পারে। কঠিন পরিস্থিতিতে শক্ত হাতে সামলান। ভেঙে পড়বেন না। কারও সঙ্গে অশান্তিতে জড়াবেন না।
