shono
Advertisement
Numerology

সৃজনশীল, 'না' শোনা নাপসন্দ! ৫ জন্ম সংখ্যার জাতকদের আদর্শ পেশা জানেন?

এই জাতকদের নেতিবাচক দিক জানেন?
Published By: Tiyasha SarkarPosted: 01:39 PM Jun 03, 2025Updated: 02:19 PM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই নম্বরের খেলা। নম্বরেই লুকিয়ে জীবনের উত্থান-পতন। স্বভাব কেমন, কোন স্রোতে বইবে জীবন, কোন পথে হাঁটলে মিলবে সাফল্য, তার আন্দাজ মেলে জন্ম সংখ্য়ার ভিত্তিতেই। আসুন, আজ জেনে নেওয়া যাক ৫ জন্ম সংখ্যার জাতকদের খুঁটিনাটি।

Advertisement

জন্ম সংখ্যা কী? জন্ম সংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১। একইভাবে ৫, ১৪,২৩ তারিখে যাদের জন্ম তাঁদের সকলের জন্ম সংখ্যাই ৫।

তথ্য বলছে, ৫ জন্ম সংখ্যার জাতকদের রুলিং প্ল্যানেট বা অধিপতি বুধ। বিশেষজ্ঞরা বলেন, এটা অত্যন্ত ভালো একটা নম্বর। যা সৌভাগ্যের প্রতীক। এই সংখ্যার জাতকরা এক কথায় সৃজনশীল, খুব পরিকল্পনামাফিক জীবনযাপন করেন। ভাবনাচিন্তা করে সিদ্ধান্তে পৌঁছন। এরা বুদ্ধিমান, অ্যাডভেঞ্চার পছন্দ করেন। ভালোবাসে নতুন নতুন জায়গায় ঘুরতে। তবে এরা একেবারেই কারও কাছে না শুনতে পছন্দ করেন না। সবদিক বজায় রেখে জীবনযাপনের ক্ষমতা এদের জন্মগত গুণ।

ইতিবাচক দিক- আবেগপ্রবণ, তবে ভীষণ ভেবেচিন্তে পদক্ষেপ করেন, যা এই জন্ম সংখ্যার জাতকদের ইউএসপি।

নেতিবাচক দিক- এরা ভীষণ কথা বলতে ভালোবাসেন। যা অনেক সময় অন্যের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে সমস্ত জ্ঞানের অধিকারী ভাবার প্রবণতা বিপাকে ফেলে এই জন্ম সংখ্যার জাতকদের।

কেরিয়ার- আইনজীবী হিসেবে ব্যাপক সফলতা পাবেন। এছাড়া ট্রাভেল এজেন্ট বা মার্কেটিং ফিল্ডে কাজ করতে পারেন। তবে ৫-এর জাতকদের উচিৎ যা মন চাইবে সেই ধরণের পেশাই বেছে নেওয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫ জন্ম সংখ্যার জাতকদের রুলিং প্ল্যানেট বা অধিপতি বুধ। বিশেষজ্ঞরা বলেন, এটা অত্যন্ত ভালো একটা নম্বর।
  • এই সংখ্যার জাতকরা এক কথায় সৃজনশীল, খুব পরিকল্পনামাফিক জীবনযাপন করেন।
  • এরা বুদ্ধিমান, অ্যাডভেঞ্চার পছন্দ করেন।
Advertisement