সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১২মে বুদ্ধপূর্ণিমা। হিন্দু মতে শুভদিন। জ্যোতিষশাস্ত্র মতে, আসন্ন বুদ্ধপূর্ণিমায় লাভবান হতে চলেছেন তিন রাশির জাতক-জাতিকা। এই শুভক্ষণ সৌভাগ্য বহন করে আনবে। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। আর তাতেই জীবনে নতুন দিক খুলে যাবে তিন রাশির জাতক-জাতিকাদের। এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র। ভাগ্যবান কোন তিন রাশির জাতকরা? চলুন দেখে নেওয়া যাক।
সিংহ রাশি: বুদ্ধপূর্ণিমায় এই রাশির জাতক-জাতিকাকে আরও প্রাণবন্ত করে তুলবে। সিংহ রাশির ব্যক্তিদের সৃজনশীল শক্তি অনেক বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। এই সময়টিকে শৈল্পিক শক্তি প্রকাশের সেরা সময় মনে করা হচ্ছে। যার ফলে এদের সময়ে অনেক সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া যাবে বলে মত জ্যোতিষশাস্ত্রের।
বৃষ রাশি: বুদ্ধপূর্ণিমায় যোগের ফলে এই রাশির ব্যক্তিদের পেশাগত বাধা দূর হবে। এই রাশির জাতক-জাতিকাদের সামনে একাধিক সুযোগ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। পারিবারিক জীবন ভালো কাটবে বলে মনে করা হচ্ছে।
মিথুন রাশি: এই সময়ে মিথুন রাশির জাতক-জাতিকাদের প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। নিজের জীবন সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে। জীবনের নানা বিষয় নিয়ে ধোঁয়াশা কেটে যেতে পারে। কোনও কাজের পিছনে লেগে থাকলে সাফল্য আসবে বলে মনে করা হচ্ছে।
