সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ জন্মসংখ্যার জাতকরা বরাবরই বুদ্ধি দিয়ে কাজ করে। পরিশ্রম এদের না-পসন্দ। স্রেফ উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে জটিল পরিস্থিতি সামাল দিতে এদের জুড়ি মেলা ভার। কিন্তু ২০২৬-এও কী একইভাবে জীবনের উত্থান-পতনকে সামাল দিতে পারবেন ৪ জন্মসংখ্যার জাতকরা? কী রয়েছে ভাগ্যে? চলুন জেনে নেওয়া যাক।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ মঙ্গলের। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। এদিকে ৪ জন্মসংখ্যার জাতকদের অধিপতি রাহু। সংখ্যাতত্ত্ব বলছে, ২০২৬ সালে কর্মক্ষেত্রে দ্রুতগতিতে এগিয়ে যাবেন ৪-এর জাতকরা। ব্যবসা হোক বা চাকরি, যা পেশার সঙ্গেই যুক্ত হন না কেন, সাফল্য আসবেই। ঝঁকিপূর্ণ বিনিয়োগেও আশাতীত লাভের সম্ভাবনা প্রবল। তবে ক্ষতিও হতে পারে। তাই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলেও খুব ভাবনাচিন্তা করে তারপরই করবেন। চেষ্টা করুন ব্যয় নিয়ন্ত্রণের।
বড় কোনও শারীরিক সমস্যা না হলেও সারাবছরই ছোটখোটো সমস্যা চলবে। তবে চিন্তার কোনও কারণ নেই। চেষ্টা করুন নেশা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার। প্রেমজীবন ভালো থাকলেও বিশেষ সতর্কতা প্রয়োজন। যদি সঙ্গীর সঙ্গে প্রতারণার মনোভাব থাকে, তাহলে তা আপনার জন্য বুমেরাং হয়ে যেতে পারে। চেষ্টা করুন উলটোদিকের মানুষটার মতামতকে গুরুত্ব দিতে। তাহলেই ২০২৬ দুর্দান্ত কাটবে আপনার।
[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
