shono
Advertisement
Horoscope

'রব নে বনা দি জোড়ি', এই রাশির জাতক-জাতিকারা একে অপরের রাজযোটক!

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকারা প্রেমের বন্ধনে আবদ্ধ হলে তারা সেরা জুটির তকমা পান।
Published By: Subhankar PatraPosted: 07:49 PM Apr 18, 2025Updated: 07:49 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুবনজুড়ে পাতা প্রেমের ফাঁদ। বিশ্বসংসারে কে, কখন কার প্রেমে পড়বে তা বলা মুশকিল। অনেকের প্রেম পরিণত পায়। অনেকেরই আবার তা ভেঙে যায়। সম্পর্ক ছাঁদনতলা পর্যন্ত তাঁদের যায় যাঁদের একের অপরের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সর্ম্পকের প্রতি রয়্যাল থাকলেই তা সম্ভব। যাকে বলে বর নে বনাদি জোড়ি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকারা প্রেমের বন্ধনে আবদ্ধ হলে তারা বিশ্বাসযোগ্য জুটির তকমা পান। 

Advertisement

বৃষ ও কর্কট রাশি: বৃষ রাশির জাতক-জাতিকাদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য হল তাঁরা স্থিতিশীল প্রকৃতির হয়। অন্যদিকে কর্কট রাশির জাতকরা আবেগী। যাঁদের মেলবন্ধনে গভীর ভালোবাসা তৈরি করে। এরা প্রেমের বন্ধনে আবদ্ধ হলে সেরা জুটি হিসাবে পরিগণিত হয়।

কন্যা ও মকর রাশি: এই দুই রাশির জাতক-জাতিকারা দূরদর্শীপূর্ণ হয়ে থাকেন। প্রেমকে জীবনের গুরুত্ব অংশ হিসাবে দেখেন এরা। একে অপরের প্রতি বিশ্বাস, এদের সম্পর্কে দৃঢ়তা আনে।

বৃশ্চিক ও মীন রাশি: বৃশ্চিক রাশির আনুগত্য ও মীন রাশির নিঃস্বার্থ ভালোবাসা সেরা জুটি হিসাবে তুলে ধরে এঁদের। প্রেম অটুট বন্ধনের সৃষ্টি হয়। এই দুই রাশির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে দাম্পত্য জীবন খুব সুখের হয়।

সিংহ ও ধনু রাশি: সিংহ রাশির আনুগত্য ও ধনু রাশির অন্যদের প্রতি শ্রদ্ধা একসঙ্গের মিশলে সেরা বন্ধন তৈরি করে। পারিবারিক জীবন সুখের হয়। অনেক কঠিন পথ একসঙ্গে পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে এরা। 

মেষ ও তুলা রাশি: এই দুই রাশির প্রেম বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছলে সাহসী ও শান্তির জুড়ি হিসাবে নিজেদের প্রতিষ্ঠ করতে পারেন। এই দুই রাশি একে অপরের জন্য যে-কোনও পর্যায়ে যেতে পারেন।

মিথুন ও কুম্ভ রাশি: এই দুই রাশির মধ্যে অফুরান ভালোবাসা তৈরি হয়। তাঁদের বিশ্বাস, একে অপরের প্রতি শ্রদ্ধা জুটি হিসাবে এদের সবার থেকে আলাদা করে দেয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভুবনজুড়ে পাতা প্রেমের ফাঁদ। বিশ্বসংসারে কে, কখন কার প্রেমে পড়বে তা বলা মুশকিল। অনেকের প্রেম পরিণত পায়। অনেকেরই আবার তা ভেঙে যায়।
  • সম্পর্ক ছাঁদনতলা পর্যন্ত তাঁদের যায় যাঁদের একের অপরের প্রতি অগাধ বিশ্বাস থাকে। সর্ম্পকের প্রতি রয়্যাল থাকলেই তা সম্ভব। যাকে বলে বর নে বনাদি জোড়ি।
  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির জাতক-জাতিকারা প্রেমের বন্ধনে আবব্দ হলে তারা বিশ্বাসযোগ্য জুটির তকমা পান। 
Advertisement