সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন মানেই তো নম্বরের খেলা। নম্বরেই লুকিয়ে জীবনের ওঠা-নামা, প্রেম-বিচ্ছেদ। আবার নম্বরই বলে দেয়, শত্রু-মিত্র কে! কার সঙ্গে জুটি বাঁধলে জীবন এগোবে রকেটের গতিতে, আগামী বছর কেমন কাটবে তার আভাসও দিতে পারে নম্বরই। আর এই নম্বর হল জন্মসংখ্যা। আসুন সংখ্যাতত্ত্ব অনুযায়ী জেনে নেওয়া যাক ৩ জন্মসংখ্যার জন্য জাতকদের কেমন কাটবে ২০২৬।
সংখ্যাতত্ত্ব অনুযায়ী আগামী বছর অর্থাৎ ২০২৬ মঙ্গলের। এই বছরটির মূলাঙ্ক ১ (২+০+২+৬= ১০ অর্থাৎ ১+০=১)। এক সংখ্যাটি হল সূর্যের। সংখ্যাতত্ত্ব বলছে, বছরটি ৩ জন্মসংখ্যার জাতকদের কাটবে দুর্দান্ত। মিলতে পারে নেতৃত্বদানের সুযোগ। নিজের গুণ, যোগ্যতা প্রমাণের সুযোগ আসবে কর্মক্ষেত্রের পাশাপাশি ঘনিষ্ঠবৃত্তেও। এই সুযোগ হাতাছাড়া করবেন না ভুলেও। রয়েছে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। যারা এখনও পড়াশোনা করছেন, তাঁদেরও এবছরটা খুব ভালো কাটবে। বলা হচ্ছে, প্রত্যাশার থেকেও প্রাপ্তি বেশি হবে এবছর।
তবে শরীর নিয়ে সতর্ক থাকতে হবে ৩ জন্মসংখ্যার জাতকদের। অস্বাস্থ্যকর কর খাবার থেকে দূরে থাকাই শ্রেয়। যাদের পরিবারে হার্টের সমস্যা রয়েছে, তারা এখন থেকেই নিজের যত্ন নিন। তবে প্রেমের জন্য এই বছর শ্রেষ্ট। যারা সম্পর্কে রয়েছেন এবছর তাঁরা বাঁধা পড়তে পারেন সাত পাকে।
[জন্ম সংখ্যা কী? জন্মসংখ্যা হয় ১ থেকে ৯ পর্যন্ত। অর্থাৎ ধরুন, আপনার জন্ম ১৩ তারিখ, সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যা হল ১+৩= ৪। একইভাবে যদি আপনার জন্মতারিখ হয় ১৯, তাহলে বার্থ নম্বর হবে ১+৯= ১০। কিন্তু সংখ্যার খেলা ১ থেকে ৯ পর্যন্ত। তাই ১+৯= ১০ (১+০) হবে ১। অর্থাৎ জন্ম সংখ্যা হল ১।]
