সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামাকামড় থেকে রেস্তরাঁর খাবার। এখন বাড়ি বসে এক ক্লিকেই চলে আসে হাতের সামনে। বহু মানুষ নিয়মিত অনলাইনে অর্ডার করেন পছন্দের খাবার। ফলে প্রতিদিনই বাড়ছে ফুড ডেলিভারি সংস্থাগুলির বাড়ছে গ্রাহক সংখ্যা। তাই সমস্ত দিক বিবেচনা করে এবার নিজেদের ইউপিআই পরিষেবা শুরু করল Zomato।
ব্যাপারটা কী? কমবেশি সকলেই ফুড ডেলিভারি অ্যাপে সড়গড়। ফলে সকলেই জানেন পেমেন্টের পদ্ধতি। খাবার অর্ডার করতে পেমেন্ট করার কয়েকটি উপায় রয়েছে। যেমন, ফোন পে, গুগল পে, পেটিএমের মতো থার্ড পার্টি অ্যাপ। অথবা নিজের কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। কেউ কেউ আবার ঝক্কি না বাড়িয়ে ক্যাশ অন ডেলিভারি করেন। কিন্তু এবার খাবার অর্ডারের পর পে করা যাবে জোম্যাটোর নিজস্ব ইউপিআই-তেই। ইতিমধ্য়েই অনেক ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। তবে সকলের জন্য এখনও চালু হয়নি হয়নি বলেই খবর।
[আরও পড়ুন: দেশে ফোন চুরি রুখতে বড় পদক্ষেপ কেন্দ্রের, বিশেষ ট্র্যাকিং সিস্টেমে পর্দাফাঁস হবে প্রতারকের]
কিন্তু কীভাবে জানবেন আপনি Zomato’র ইউপিআই পরিষেবা পাবেন কি না? প্রথমে অ্যাপটি খুলে প্রোফাইল সেকশানে যেতে হবে। সেখানেই পেয়ে যাবেন ইউপিআই অপশন। তবে গোল্ড ইউজাররা দ্রুত এই পরিষেবা পাবেন।