Advertisement
আদ্যা মায়ের মন্দিরে ২০০০ কুমারীকে পুজো, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
দূর-দূরান্তের মানুষও শামিল এই উৎসবে।
বৃহস্পতিবার আদ্যাপীঠের আদ্যামা প্রাপ্তির ১০৯ তম বর্ষ উপলক্ষে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠের উদ্যোগে পুজো করা হল প্রায় ২০০০ কুমারীকে।
এদিন আশ্রমের আবাসিক কুমারীদেরও এদিন পুজো করা হয় বালিকাশ্রমে। পুজো শেষে কুমারীদের ফল, মিষ্টি ও নানারকম প্রসাদ দেওয়া হয়।
Published By: Tiyasha SarkarPosted: 09:32 AM Mar 31, 2023Updated: 09:32 AM Mar 31, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
