shono
Advertisement
Delhi

দিল্লির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত অন্তত ৩!

আহতের সংখ্যা ৬।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:37 AM Jun 08, 2024Updated: 10:07 AM Jun 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির এক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোরের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ কর্মীর। আহতের সংখ্যা ৬। 

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন ভোর প্রায় সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির নরেলা অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়। তখন সেখানে কাজ করছিলেন ৯ জন। দুর্ঘটনার খবর পেয়েই শ্যাম কৃপা ফুডস প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে পৌঁছয় দিল্লি পুলিশ। সেখান থেকে ৯ জনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের এখনও চিকিৎসা চলছে।

জানা গিয়েছে, এখনও কারখানাটিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাইপ থেকে গ্যাস লিক করে আগুন লেগে থাকতে পারে। সাধারণত মুগ ডাল ভাজার জন্য ব্যবহৃত বার্নারগুলোতে ওই গ্যাস সরবরাহ করা হত। এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কম্প্রেসার অতিরিক্ত গরম হয়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। এই কাণ্ডে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শনিবার ভোরের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩ কর্মীর। আহতের সংখ্যা ৬। 
  • সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এদিন ভোর প্রায় সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে উত্তর দিল্লির নরেলা অঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায়।
  • এই কাণ্ডে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হবে।
Advertisement