সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও অধরা খলিস্তানি নেতা (Khalistani Leader) অমৃতপাল সিং। গোয়েন্দা সূত্রের দাবি, ঘনঘন নিজের অবস্থান পালটে ফেলছেন তিনি। গত রবিবার, ১৯ মার্চ তিনি পাঞ্জাব ছেড়ে হরিয়ানায় প্রবেশ করেছেন বলে জানা গিয়েছে। তিনি এমনকী দিল্লিতেও ঢুকে পড়তে পারেন বলে ধারণা গোয়েন্দাদের। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছেন বলজিৎ কৌর নাম্নী এক মহিলাও। রবিবার হরিয়ানায় এই মহিলার বাড়িতেই নাকি আত্মগোপন করে ছিলেন অমৃতপাল (Amritpal Singh)।
শেষবার হরিয়ানার সিদ্ধার্থ কলোনিতে দেখা গিয়েছে অমৃতপালকে। সিসিটিভিতে ধরা পড়েছে তাঁর ছবি। এই কলোনিতেই বাড়ি বলজিতের। গোয়েন্দা সূত্রে জানা দিয়েছে, অমৃতপাল একা নন, তাঁর এক ঘনিষ্ঠ সঙ্গীও ছিলেন বলজিতের বাড়িতে। সেখানেই পোশাক বদলে নিয়েছিলেন ‘পলাতক’ খলিস্তানি নেতা। বৃহস্পতিবারই গ্রেপ্তার করা হয়েছে বলজিৎকে। স্বাভাবিক ভাবেই আলোচনায় উঠে এসেছে তাঁর নামও। প্রশ্ন উঠছে কে এই বলজিৎ? তাঁর সম্পর্কে যা জানা গিয়েছে-
[আরও পড়ুন: ‘গান্ধীবাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’, রাহুলের সাংসদ পদ খারিজের নিন্দায় মার্কিন কংগ্রেসের সদস্য]
- সিদ্ধার্থ কলোনির শাহবাদের বাসিন্দা বলজিৎ অমৃতপাল ও তাঁর সঙ্গী পাপলপ্রীত সিংকে রবিবার রাতে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।
- অমৃতপালকে ইনস্টাতে ফলো করেন বলজিৎ। অমৃতপালের সঙ্গে তাঁর নিয়মিতই যোগাযোগ ছিল।
[আরও পড়ুন: রাহুলের সাজা হওয়ার পরই ফিরল ৪৫ বছর পুরনো স্মৃতি, ঠাকুরমা ইন্দিরাও গিয়েছিলেন জেলে]
- এমবিএ পাশ বলজিৎ পুলিশের কাছে জানিয়েছেন, তাঁর বাড়িতে থাকাকালীন একের পর এক ফোন করেছিলেন অমৃতপাল। তিনি উত্তরাখণ্ডে পালানোর ছক কষছেন বলে দাবি বলজিতের।
- তিনি জানিয়েছেন, বলজিৎ একটি স্কুটারে তাঁর বাড়িতে আসেন। পরে সেখানেই পোশাক বদলে নেন তিনি।
অমৃতপাল-সঙ্গী পাপলপ্রীতও নাকি বলজিতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তাঁর বাড়িতে এসে থেকে গিয়েছেন।