shono
Advertisement

Breaking News

টাইগার টেম্পলের ফ্রিজে মিলল ৪০টি ব্যাঘ্রশাবকের দেহ

রান্নাঘরের ফ্রিজ থেকে উদ্ধার হয় ৪০টি ব্যাঘ্রশাবকের মৃতদেহ৷ যা দেখে বিস্ময়ে হতবাক বন দফতরের আধিকারিকরা৷
Posted: 11:16 PM Jun 01, 2016Updated: 07:57 PM Jun 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  শান্তির পীঠস্থানেই অশান্তির কালো মেঘ৷ থাইল্যান্ডের টাইগার টেম্পলের ফ্রিজ থেকে উদ্ধার হল ৪০টি ব্যাঘ্রশাবকের মৃতদেহ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে৷

Advertisement

পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় ব্যাঙ্ককের কাঞ্চনাবুরি প্রদেশের এই টাইগার টেম্পল৷ বছরভর পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ ব্যাঘ্রশাবকের সঙ্গে ছবি তোলেন সকলেই৷ কিন্তু, বহুদিন ধরেই মন্দিরের মধ্যে পশু পাচারের অভিযোগ আসছিল থাইল্যান্ডের বনবিভাগের কাছে৷

সেই তদন্তের ভিত্তিতে রাজ্যের বন দফতর বুধবার তল্লাশি চালায় মন্দিরে৷ রান্নাঘরের ফ্রিজ থেকে উদ্ধার হয় ৪০টি ব্যাঘ্রশাবকের মৃতদেহ৷ যা দেখে বিস্ময়ে হতবাক বন দফতরের আধিকারিকরা৷ কেন এতগুলি ব্যাঘ্রশাবকের মৃত্যু হয়েছে? কেনই বা সবকটি মৃতদেহ ফ্রিজে জমিয়ে রাখা হয়েছিল? তা নিয়ে ধন্দে সকলেই৷

বিশেষজ্ঞদের ধারণা, প্রাচীন চিনাভেষজ ওষুধ তৈরি করতে বাঘের শরীরের নানা অংশ ব্যবহৃত হয়৷ এই কারণে সে দেশে বাঘের চাহিদা প্রচুর৷ অভিযোগ, সেখানে পাচারের উদ্দেশ্যেই জমিয়ে রাখা হয়েছিল ব্যাঘ্রশাবকের মৃতদেহ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement