shono
Advertisement

রিও ওলিম্পিকের জন্য অর্ডার দেওয়া হল সাড়ে চার লক্ষ কন্ডোম!

খেলা শুরুর আগে অন্য কিছু লক্ষ লক্ষ কন্ডোম অর্ডার দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে কর্তৃপক্ষ৷ এক দু’টো নয় এক্কেবারে সাড়ে চার লক্ষ কন্ডোমের অর্ডার দিয়েছে ওলিম্পিক কমিটি৷ কন্ডোম ছাড়াও এক লক্ষ ৭৫ হাজার লুব্রিক্যান্টেরও ব্যবস্থা রাখা হয়েছে৷ The post রিও ওলিম্পিকের জন্য অর্ডার দেওয়া হল সাড়ে চার লক্ষ কন্ডোম! appeared first on Sangbad Pratidin.
Posted: 11:58 AM May 25, 2016Updated: 02:17 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজসুয় যজ্ঞের বাকি এখনও মাস দুয়েক৷ আগামী ৫ অগস্ট ব্রাজিলের রাজধানী রিও শহরে শুরু হবে ওলিম্পিক গেমস৷ চলবে ২১ তারিখ পর্যন্ত৷ অংশ নেবেন বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়েরা৷ কিন্তু গেমস শুরুর আগেই নতুন এক বিতর্কে জড়াল রিও ওলিম্পিকস কমিটি৷ খেলা শুরুর আগে অন্য কিছু লক্ষ লক্ষ কন্ডোম অর্ডার দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে কর্তৃপক্ষ৷

Advertisement

এক দু’টো নয় এক্কেবারে সাড়ে চার লক্ষ কন্ডোমের অর্ডার দিয়েছে ওলিম্পিক কমিটি৷ কন্ডোম ছাড়াও এক লক্ষ ৭৫ হাজার লুব্রিক্যান্টেরও ব্যবস্থা রাখা হয়েছে৷ এই কন্ডোম এবং লুব্রিক্যান্টের ব্যবস্থা রাখা হয়েছে সাড়ে দশ হাজার খেলোয়াড় এবং স্টাফদের জন্য৷ এর মধ্যে সাড়ে তিন লক্ষ কন্ডোমের অর্ডার দেওয়া হয়েছে পুরুষ প্রতিযোগীদের জন্য আর মহিলা প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে এক লক্ষ কন্ডোমের ব্যবস্থা৷ খেলোয়াড় পিছু দেওয়া হবে ৪২টি কন্ডোম৷

ওলিম্পিক চলাকালীন কন্ডোম বিতরণ নতুন নয়৷ এর আগে ২০০০ সালে সিডনি ওলিম্পিকের সময় বিতরণ করা হয় ৪৫ হাজার কন্ডোম৷ ২০০৮ সালে বেজিং ওলিম্পিকের সময় এই সংখ্যাটাই বেড়ে দ্বিগুণ হয়ে যায়৷ সেই সময় বিতরণ করা হয় ৯০ হাজার কন্ডোম৷ ২০১০ সালে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস চলাকালীন প্রথম সপ্তাহতে বলে যায় গেমস ভিলেজের নর্দমা দিয়ে নোংরা জল বেরনোর পথ৷ সৌজন্যে হাজার হাজার কন্ডোম৷ তবে রিও ওলিম্পিকের ব্যাপারটা অন্য৷ কেন না, একেই ব্রাজিলের খ্যাতি আছে অবাধ যৌনতার জন্য তারপর এবারে আছে প্রাণঘাতী জিকা ভাইরাসের আতঙ্ক৷ তাই আয়োজকেরা আর কোন ঝুঁকি নিতে চাইছেন না৷

The post রিও ওলিম্পিকের জন্য অর্ডার দেওয়া হল সাড়ে চার লক্ষ কন্ডোম! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement