shono
Advertisement

Breaking News

চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে

রোমাঞ্চকর ছুটি কাটাতে বেরিয়ে পড়ুন। The post চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:32 PM Jul 30, 2018Updated: 08:02 PM Jul 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ বাড়ি আর অফিস, অফিস আর বাড়ি৷ হাঁপিয়ে উঠেছেন আপনি৷ মাঝে মাঝে মন বলছে বেরিয়ে পড়ি৷ মনের ফিসফিসানিকে অগ্রাহ্য করতে পারছেন না৷ আবার ভাবছেন কোথায় যাব? পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল৷ সবুজে ঘেরা জঙ্গলের হাতছানি এড়াবে, এমন সাধ্য কতজনেরই বা আছে? আর যদি সেই জঙ্গলে দেখা পাওয়া বাঘ, সিংহ, হরিণ, রেড পান্ডা, বাইসন ও একশৃঙ্গ গন্ডারের, তবে মন্দ হয় না। তাই যদি রোমাঞ্চকর ছুটি কাটাতে চান তাহলে যেতে পারেন এই পাঁচ জায়গায়৷

Advertisement

জিম করবেট জাতীয় উদ্যান:  খুব কাছ থেকে বাঘ দেখতে চান? তবে আপনার ডেস্টিনেশন হতেই পারে জিম করবেট ন্যাশনাল পার্ক৷ এখানে রয়েছে টাইগার রিজার্ভ ফরেস্ট৷ সাফারির জন্য বেশ কয়েকটি জায়গাও খোলা রয়েছে৷ কপাল ভাল থাকলে বাঘের পাশাপাশি দেখা পেতে পারেন হরিণ ও ভল্লুকেরও৷  

কাজিরাঙা জাতীয় উদ্যান:  অসম বললে প্রথমেই মনে পড়ে যায় কাজিরাঙা জাতীয় উদ্যানের কথা৷ এখানে গেলেই আপনি দেখা পেতে পাবেন একশৃঙ্গ গন্ডার৷ ভারতে মধ্যে একমাত্র কাজিরাঙাতেই একশৃঙ্গ গন্ডারের দেখা মেলে৷ সঙ্গে রয়েছে সবুজ ও ব্রহ্মপুত্রের হাতছানি৷

গির অভয়ারণ্য: চতুর্দিকে জঙ্গল, সঙ্গে সিংহের গর্জন৷ একবার ভেবে দেখুন তো! বেশ রোমাঞ্চকর, তাই না? এই রোমাঞ্চের স্বাদ পেতে আপনি বেরিয়ে পড়তেই পারেন গুজরাটের গির অভয়ারণ্যের পথে৷ এখানে দেখা মিলবে সিংহের৷ এছাড়াও দেখতে পেতে পারেন চিতাবাঘ ও হায়না৷ নানা পরিযায়ী পাখির কলকাকলীতেও মন ভরে উঠতে পারে আপনার৷

বান্ধবগড় জাতীয় উদ্যান: বাঘ দেখার জন্য আপনি পা বাড়াতেই পারেন মধ্য ভারতের বান্ধবগড় জাতীয় উদ্যানের পথে৷ আপনার কপাল ভাল থাকলে এখানে গিয়ে দেখা পেতে পারেন সাদা বাঘের৷ ভারতের মধ্যে সবচেয়ে বেশি সাদা বাঘ দেখা যায় বান্ধবগড় জাতীয় উদ্যানে৷ এছাড়াও এখানে হরিণের দেখা মিলতে পারে৷

নগরহোল জাতীয় উদ্যান:  কংক্রিটের শহর ছেড়ে গাছগাছালি, ঝর্ণা ও নদীর মাঝে হারিয়ে যেতে চান? তবে আপনার জন্য যথার্থ ঠিকানা নগরহোল জাতীয় উদ্যান৷ বাঘের পাশাপাশি হাতি, বাইসনেরও দেখা পেতে পারেন আপনি৷

The post চোখের সামনে বাঘ দেখতে চান? পাড়ি জমাতে পারেন এই সব অরণ্যে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement