shono
Advertisement

Breaking News

এই সাত জায়গায় যান শুধু বন্ধুদের সঙ্গে

সুউচ্চ পাহাড়ে কনকন ঠান্ডা হোক বা আতঙ্কে ঘেরা গুহা, জব সাথ হ্যায় দোস্ত, তো কেয়া ডর! এমনই সাতটি জায়গার হদিশ দেওয়া রইল এই প্রতিবেদনে৷ The post এই সাত জায়গায় যান শুধু বন্ধুদের সঙ্গে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Aug 07, 2016Updated: 04:37 PM Jun 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার বা প্রিয় মানুষটির সঙ্গে অজানার উদ্দেশ্যে রওনা দিতে মন্দ লাগে না৷ কিন্তু বন্ধুদের সঙ্গে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার মজাটাই আলাদা৷ ছোটবেলার বন্ধু বা অফিসের সমবয়সিদের সঙ্গে সাত-পাঁচ না ভেবে যেদিন খুশি ঘোরার প্ল্যান ছকে ফেলা যায়৷ এমনকী বন্ধুদের সঙ্গে সেই সব জায়গাতেও পাড়ি দেওয়া সম্ভব, যেখানে পরিবার বা প্রিয়জনকে নিয়ে যাওয়ায় অসুবিধা হতে পারে৷ সুউচ্চ পাহাড়ে কনকন ঠান্ডা হোক বা আতঙ্কে ঘেরা গুহা, জব সাথ হ্যায় দোস্ত, তো কেয়া ডর!  এমনই সাতটি জায়গার হদিশ দেওয়া রইল এই প্রতিবেদনে৷
১. গোয়া
বিবাহিত বা অবিবাহিত যে কোনও পুরুষ বা মহিলাকে জিজ্ঞেস করুন, কার সঙ্গে তিনি গোয়া যেতে চান? বেশিরভাগের থেকেই একটা উত্তর মিলবে৷ বন্ধুদের সঙ্গে৷ সমুদ্রসৈকতে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে কাটানো বা বিয়ার হাতে নাইট ক্লাবে কোমর দোলানো কি বন্ধু ছাড়া জমে? সারা বছরই এখানে পর্যটকদের ভিড় দেখা যায়৷ বিশেষ করে, ডিসেম্বরে সানবার্ন উৎসবে গোয়ায় সবচেয়ে বেশি ভিড় হয় যুবপ্রজন্মের৷

Advertisement


২. সান্দাকফু, দার্জিলিং
বিশ্বের সর্বোচ্চ পাঁচটি পার্বত্য এলাকার মধ্যে একটি হল সান্দাকফু৷ যাঁরা ট্রেকিং করতে ভালবাসেন, তাঁদের কাছে অত্যন্ত প্রিয় স্থান এটি৷ আর ট্রেকিংয়ের কথা বললে তো বন্ধুদের কথা চলেই আসে৷ মামা-মাসিদের সঙ্গে তো আর সচরাচর কাউকে ট্রেকিংয়ে যেতে দেখা যায় না৷ যেসব ট্রাভেল এজেন্সি ট্রেকিংয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, অনেকে আবার সেই দলেও যোগ দেন৷ মোট কথা, পিঠে বড় ব্যাগ চাপিয়ে দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলার জন্য সবচেয়ে কাছের হাতটা হল কোনও বন্ধুর৷


৩. মেঘালয়ের গুহা
গুহা মানেই তার পরতে পরতে লুকিয়ে রহস্য আর রোমাঞ্চ৷ এমন অনেক ছোট বড় গুহা রয়েছে পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ে৷ ক্রেম ফিলুট, ক্রেম লিয়াট প্রাহ, মসমাই অ্যান্ড সিজু হল এদের মধ্যে উল্লেখযোগ্য৷ এই সব ভয়ঙ্কর বিপদসম্পন্ন গুহায় হয়তো বাড়ির লোকেরা যেতে রাজি হবেন না৷ তাই বলে কি প্রকৃতির এই সৌন্দর্য অদেখাই থেকে যাবে? তাও কি হয়! তাই বন্ধু থাকলে নো টেনশন৷


৪. মানালি-লেহ রোড ট্রিপ
ঘুরতে যাওয়াটা যাঁদের কাছে অ্যাডভেঞ্চার, তাঁদের জন্য আদর্শ সফর হল মোটরবাইকে মানালি থেকে লেহ পৌঁছানো৷ একে ভারতের পথ সফরের মক্কা বলে৷ বরফে ঢাকা পাহাড় ও গভীর খাদের মধ্যে দিয়ে কনকনে ঠান্ডায় মোটরবাইক চালিয়ে এগিয়ে যাওয়ার মধ্যে যে কী মজা রয়েছে, সেই অভিজ্ঞতা বাইকারদের ভালই আছে৷ দু’পাশে ফেলে আসা ছোট্ট গ্রাম আর প্রকৃতির সৌন্দর্য দেখলে মনে মনে গেয়ে উঠতে পারেন, “এই পথ যদি না শেষ হয়…”৷


৫. ভানগড়, রাজস্থান
ভুতুড়ে স্থান হিসেবে পরিচিত রাজস্থানের এই জায়গায় যেতে অনেকেরই গা ছমছম করে৷ এক্ষেত্রেও সেরা সঙ্গী হল বন্ধুরাই৷ ভানগড়ের ফোর্টে অজানা কোনও রহস্য উন্মোচন করতে অনেক সময়ই বন্ধুরা দল বেঁধে বেরিয়ে পড়েন৷


৬. হৃষীকেশে ব়্যাফ্টিং
ব়্যাফ্টিং করতে ভালবাসেন? কিংবা অন্তত একবার সুযোগ পেলে করতে চান? তাহলে আপনার গন্তব্য হোক হৃষীকেশ৷ এবড়ো-খেবড়ো পাথর আর খানাখন্দের মধ্যে দিয়ে বয়ে চলা গঙ্গা৷ আর সেই স্রোত কাটিয়ে এগিয়ে চলার সময় অ্যাড্রিনালিন ক্ষরণ বেড়ে যেতে বাধ্য৷


৭. চাদর – দ্য ফ্রোজেন রিভার
লাদাখের বিখ্যাত এলাকা এটি৷ নদী জমে বরফের আকার ধারণ করেছে৷ এখানকার তাপমাত্রা সারা বছরই ০ ডিগ্রির চেয়েও কম থাকে৷ আন্দাজ করতেই পারছেন ঠিক কতটা ঠান্ডায় গিয়ে পড়তে হবে৷ বরফে ঢাকা নদীর মধ্যে ঘুরতে ঘুরতে প্রকৃতির প্রেমে পড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়৷ এমন এলাকায় বন্ধুদের সঙ্গে একটা গ্রুফি নিঃসন্দেহে বাঁধিয়ে রাখার মতোই হবে৷

The post এই সাত জায়গায় যান শুধু বন্ধুদের সঙ্গে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement