সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব সময় নতুন স্মার্টফোন কেনা সম্ভব হয় না। এহেন পরিস্থিতিতে অনেকেই ঝোঁকেন সেকেন্ড হ্যান্ড তথা পূর্বে ব্যবহৃত ফোন কেনার বিষয়ে। অনলাইনে হোক বা অফলাইনে সস্তায় 'ফ্ল্যাগশিপ ফোন' কেনার সুযোগ সব সময়ই থাকে। কিন্তু সস্তায় ফোন কিনে মানিব্যাগকে খুশি করলেও ঠিকমতো সতর্ক না থাকলে পড়তেই পারেন আইনি গেরোয়।
সবচেয়ে আগে ফোনটির আইনি পরিচয় দেখে রাখা তাই দরকার। ভারতে প্রতিটি মোবাইলের রয়েছে আলাদা আলাদা আইইএমআই। আর এটার থেকেই জানতে পারা যায় ফোনটা চুরি হওয়া ফোন কিনা। যদি সত্যিই ফোনটা চুরি যাওয়া ফোন হয়, তাহলে আপনার বাড়ির দরজা খটখট করতেই পারে পুলিশ।
সরকার ও টেলিকম রেগুলেটরের গাইডলাইন অনুযায়ী, চুরি যাওয়া কিংবা ব্ল্যাকলিস্টেড IMEI-এর ফোনের নেটওয়ার্কও ব্লক হয়ে যেতে পারে! তাই সবচেয়ে আগে আইইএমআই নম্বরটি CEIR পোর্টালের মাধ্যমে যাচাই করে নিন। যদি দেখে নেন কোনওরকম গোলমাল রয়েছে, সবচেয়ে আগে ফোনটি কেনার পরিকল্পনা ত্যাগ করুন।
এরই পাশাপাশি অবশ্যই দেখে নিন ফোনটির 'চেহারা'। অর্থাৎ স্ক্রিনে হালকা আঁচড় বা অন্য কোনওরকম সমস্যা আছে কিনা। বাটনগুলি দেখে নিন। ক্যামেরা লেন্স, স্পিকার গ্রিল ইত্যাদি সব খুঁটিয়ে দেখুন। নইলে সস্তায় ফোন পাওয়ার আনন্দ নিরানন্দ হতে সময় লাগবে না।
এরই সঙ্গে খতিয়ে দেখুন ব্যাটারি হেলথ। ফোন জলদি গরম হয়ে যাচ্ছে কিনা কিংবা চার্জ চোখের নিমেষে কমে যাচ্ছে? এই ফোনের ব্যাটারি কিন্তু আপনাকে ভোগাবে! কোনও কোনও ফেনেই ব্যাটারি হেলথ চেক করার উপায় থাকে। অন্যথায় সার্ভিস সেন্টার বা কোনও থার্ড পার্টি অ্যাপের সাহায্যেও তা দেখে নেওয়া যায়। এছাড়া মাথায় রাখবেন আরও একটি বিষয়। খুব বেশি সস্তায় পাচ্ছেন বলে আহ্লাদে আটখানা হবেন না। ডালটি সম্পূর্ণ কালো প্রতিপণ্ণ হতেই পারে। কাজেই সাধু সাবধান! হৃদয়ের থেকে মস্তিষ্ককে বেশি গুরুত্ব দিন। অন্তত স্মার্টফোন কেনার ক্ষেত্রে।
