সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গভীর রাতে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। গাড়ির মধ্যে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৮ জনের। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে।
ঠিক কী হয়েছিল? ভোজপুরার কাছে বরেলি-নৈনিতাল হাইওয়ে দিয়ে আসছিল গাড়িটি। কিন্তু আচমকাই সেটির চাকা ফেটে যায়। যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যদিকে চলে যায়। সেই সময়ই উত্তরাখণ্ড থেকে আসছিল একটি ট্রাক। গাড়ি ও ট্রাকের সংঘর্ষে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায় গাড়িতে। কিন্তু গাড়িটি লক থাকায় দাউদাউ করে জ্বলতে থাকা গাড়ি থেকে কোনও যাত্রীই বেরতে পারেননি। দুর্ভাগ্যজনক ভাবে ভিতরেই জীবন্ত দগ্ধ হন তাঁরা। মৃতদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক। একজন শিশু।
[আরও পড়ুন: হিন্দু পরিবারে ‘কর্তা’ হতে পারেন মহিলারাও: দিল্লি হাই কোর্ট]
বরেলির এসএসপি ঘুলে সুশীল চন্দ্রভান বলেন, ”দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে।” এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।