অরিজিৎ গুপ্ত, হাওড়া: শালিমারে (Shalimar) ব্যবসায়ীর রহস্যমৃত্যু। বুধবার নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তাঁর দেহ। মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা, আত্মঘাতী হয়েছেন ওই ব্যবসায়ী। তবে আত্মহত্যার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
মৃতের নাম অনিল মিশ্র (৫৬)। হাওডার শালিমারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ১১টা নাগাদ শালিমার কোল ডিপোর পিটিআর সাইডিংয়ের বাড়িতে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে।
[আরও পড়ুন: কবি সুভাষ অবধি যাবে না সব মেট্রো, বুধবার থেকেই কার্যকর নয়া নিয়ম]
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিদেশি বন্দুক থেকেই মাথা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিদেশি রিভলবারের লাইসেন্স রয়েছে ওই ব্যবসায়ীর নামেই। মনে করা হচ্ছে, নিজেই নিজের বন্দুক থেকে গুলি করে আত্মঘাতী হন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শালিমারের এই পরিবহণ ব্যবসায়ী গত কয়েক বছর ধরেই অবসাদে ভূগছিলেন। যার ফলে আর সেভাবে ব্যবসাও করতেন না। এদিন হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।