সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ম করে যাও কিন্ত ফলের আশা করো না৷ ফলের ফলাফল যে এতটা হবে, তা সত্যি আশা করেননি রাজস্থানের তন্ময় শেখাওয়াত৷ IIT-JEE পরীক্ষায় সারা ভারতে একাদশ স্থান পেয়েছেন রাজস্থানের এই পড়ুয়া৷ অবধারিতভাবেই ভেসে গিয়েছিলেন শুভেচ্ছার বন্যায়৷ তবে, সবচেয়ে বড় উপহারটি তাঁকে দিল সেই কোচিং সেন্টারটি যেখানে পড়তেন তন্ময়৷ একটি আস্ত BMW গাড়ি৷
আজ্ঞে হ্যাঁ, ঠিকই পড়ছেন৷ ২৭.৫ লক্ষ টাকার এই গাড়িটি এক বছর আগে কিনেছেন সমর্পণ কোচিং ইনস্টিটিউটের ডিরেক্টর ড: আরএল পুনিয়া৷ মাত্র ১৫০০ কিলোমিটার পথই চলেছে অত্যাধুনিক এই বাহনটি৷ পরীক্ষার আগেই কোচিং সেন্টারটি ঘোষণা করেছিল, যে ছাত্র বা ছাত্রী IIT-JEE পরীক্ষায় সারা ভারতে ২০ ব়্যাঙ্কের মধ্যে ঠাই পাবে, তাঁকেই দেওয়া হবে রেড হট BMW-টি৷
সেই কথা মতোই তন্ময়ের হাতে BMW-র চাবি সঁপে দিল রাজস্থানের শিকার জেলার এই কোচিং ইনস্টিটিউট৷ অবশ্য নিন্দুকদের মতে, কোচিং ইনস্টিটিউটের এই উদ্যোগ আসলে প্রচার পাওয়ার জন্যই৷ যাতে আরও বেশি পড়ুয়া সেখানে পড়ার জন্য ভিড় করেন৷