shono
Advertisement

মাঝ আকাশ থেকে আচমকা মাঠে হেলিকপ্টার! জলপাইগুড়িতে জোর শোরগোল

সেলফি তুলতে ভিড় জমান অনেকেই।
Posted: 07:26 PM Feb 23, 2023Updated: 07:38 PM Feb 23, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: আচমকা মাঠে নেমে এল হেলিকপ্টার। জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলতি পাড়ায় জোর শোরগোল। আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীদের একাংশ। তবে সেলফি তুলতেও ভিড় জমান অনেকেই। দৃশ্যমানতা কমে যাওয়ায় পাইলট হেলিকপ্টারটির আচমকা অবতরণ করেন বলেই খবর। বিমানচালকের উপস্থিত বুদ্ধিতে হেলিকপ্টারটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। 

Advertisement

ওই হেলিকপ্টারটি গুয়াহাটি থেকে কলকাতায় যাচ্ছিল। জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলতি পাড়া এলাকায় যত বিপত্তি। খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণের প্রয়োজনীয়তা তৈরি হয়। তাই ওই এলাকার মাঠে হেলিকপ্টারটির জরুরি অবতরণ হয়।

 

[আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে শিক্ষা, নির্বিঘ্নে পরীক্ষার জন্য বনদপ্তরকে গাইডলাইন দিল নবান্ন]

প্রথমে খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। তবে পরে আতঙ্ক কাটিয়ে ওঠেন তাঁরা। তখন হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক। খবর যায় বেলাকোবা পুলিশ ফাঁড়ি এবং রাজগঞ্জ থানায়। মাত্র কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকেরা। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, খারাপ আবহাওয়ায় দৃশ্যমানতা কমে যায়। সে কারণে হেলিকপ্টারটির ফুলতি পাড়ায় জরুরি অবতরণ হয়।

[আরও পড়ুন: আর আহমেদ ডেন্টাল কলেজের পর এসএসকেএম, চিকিৎসা করাতে ফের সরকারি হাসপাতালে রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার