নন্দন দত্ত, সিউড়ি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) সম্পত্তির হদিশ পেতে এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে আরও এক লটারি বিজেতা। যিনি লটারিতে ২৬ লক্ষ টাকা জেতার পর পরিচারকের মাধ্যমে সেই টিকিট তাঁর কাছ থেকে কিনে নেন অনুব্রত। এবার সেই ব্যক্তিকে নোটিস দিয়ে দিল্লিতে ডেকে পাঠাল ইডি (ED)। আর ইডি তলবের খবর ছড়িয়ে পড়তেই বোলপুরের কালিকাপুরে শোরগোল পড়ে গিয়েছে। তটস্থ ওই ব্যক্তি ও তাঁর পরিবার।
জানা গিয়েছে, বোলপুরের (Boplur) এক রাজমিস্ত্রি, তপন বিশ্বাসকে তলব করেছে ইডি। হাজিরার জন্য কেন্দ্রীয় তদন্তকারীদের পাঠানো নোটিস পেয়েছেন বলে জানিয়েছেন বোলপুরের রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে খবর, প্রায় ৪ বছর আগে তপন লটারির টিকিট (Lottery) কেটে ২৬ লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছিলেন। পরে সেই টিকিট অনুব্রত মণ্ডলের পরিচারক বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে বিক্রি করেছিলেন। টিকিট বিক্রির টাকা অনুব্রত নগদে কিনে নেন বলে দাবি করেন তপন। ওই বিষয়ে জানতেই পেশায় ওই রাজমিস্ত্রিকে ইডির তলব বলে জানা যায়।
[আরও পড়ুন: চলতি ওয়ানডে ফরম্যাট একঘেয়ে, আকর্ষণীয় করার কয়েকদফা প্রস্তাব শচীনের]
বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব পেতে তাঁর ঘনিষ্ঠদের ডেকে পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেয়ে সুকন্যা মণ্ডলের ঘনিষ্ঠদের এবার ডাক পড়ল দিল্লির ইডির সদর দপ্তরে। সুকন্যা মণ্ডল-সহ তাঁর ঘনিষ্ঠদের ডেকে পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারই মধ্যে একজন বোলপুরের কালিকাপুর এলাকার বাসিন্দা ওই রাজমিস্ত্রি। ইডি’র নোটিসের খবর প্রকাশ্যে আসতেই বোলপুরের কালিকাপুরে হইচই পড়ে যায়।আগামী ২৮ মার্চ তপনকে ইডি তাদের দিল্লির (Delhi)সদর দপ্তরে তলব করেছে।