shono
Advertisement

Breaking News

অবিশ্বাস্য! গাড়ির নিচে পড়েও বেঁচে গেল একরত্তি, ভিডিও ভাইরাল

গায়ে লাগল না একটাও আচঁড়, দেখুন ভিডিও। The post অবিশ্বাস্য! গাড়ির নিচে পড়েও বেঁচে গেল একরত্তি, ভিডিও ভাইরাল appeared first on Sangbad Pratidin.
Posted: 01:02 PM Feb 18, 2018Updated: 01:17 PM Feb 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিশ্বাস্য! চলন্ত গাড়ির নিচে পড়েও বেঁচে গেল একরত্তি শিশু। বাড়ির সামনের পার্কিং লটেই মনের আনন্দে ধুলোবালি নিয়ে খেলা করছিল শিশুটি। সে যখন খেলতে আসে তখন বাবা ও দাদা সঙ্গেই ছিল। দুজনেই ফোকসওয়াগন গাড়ির মধ্যে কিছু প্যাকিংবাক্স ঢুকিয়ে দিচ্ছিল। তাঁদের পাশেপাশেই চলে আসে শিশুটি। মনের আনন্দে গাড়ির একদম সামনে বসে খেলা শুরু করে। কখনও পা দিয়ে ধুলো ঘাঁটতে থাকে। কখনও হাত দিয়ে। মাঝে মাঝে রাস্তায় পড়ে থাকা নোংরা নিয়েও খেলা শুরু করে। এরমধ্যে গাড়ির কাছে চলে আসেন চালক। বাবা ও দাদা প্যাকিংবাক্স গুলি ঠিকমতো সাজিয়ে পিছনের দরজা আটকে দিয়েছে ততক্ষণে। চালক গাড়িতে বসে স্টার্টও দিয়ে দিয়েছেন। একবারও সামনের দিকে তাকাননি। আসলে শিশুটি এতটাই ছোট যে তাকে চালকের আসনে বসে দেখাও যাচ্ছিল না। কেননা গাড়ির একেবারে সামনে বসেই খেলায় মেতেছিল সে। স্টিয়ারিং ঘোরাতেই চাকা গড়িয়ে যায় এক পাক। ততক্ষণে গাড়ির নিচে চলে গিয়েছে শিশুটি। গাড়িটি বেশ খানিকটা এগিয়ে গেলে দেখা যায় উপুড় হওয়া অবস্থায় উঠে বসছে শেই শিশু। অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ব্রাজিলে।

Advertisement

[মাঝ আকাশে বিমানে বাতকম্ম, জরুরি অবতরণ করতে বাধ্য হলেন চালক]

গাড়ি চলে যেতেই বাবার নজরে আসে। ততক্ষণে ধুলো ঝেড়ে উঠে বসেছে শিশুটি। চিন্তান্বিত বাবা প্রায় দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। আচমকা ভয়ের পর বাবাকে দেখতে পেয়ে তারই কোলে মুখ গুঁজে দিয়ে শিশুটি। গোটা ঘটনাই সিসিটিভিতে বন্দি হয়েছে।

[জেহাদি শিবিরে ফাটল, সালাউদ্দিনের বিরুদ্ধে একজোট লস্কর-জইশ]

ভিডিওটি ভাইরাল হতেই সকলের নজরে এসেছে। ঘটনাটির ছবি প্রত্যক্ষ করে সকলেই বলছে ভাগ্যবান শিশু। আর দিনটিও তাদের পরিবারের জন্য লাকি ডে। গাড়ির নিচে পড়েও সে শুধু বেঁচেই যায়নি, একটাও আঁচড়ও লাগেনি শিশুটির গায়ে। আরও একটি মজার ব্যাপার, চালক নিজেও জানতেন না, তাঁর গাড়ির সামনেই বসেই রাস্তার ধুলো নিয়ে খেলায় মত্ত রয়েছে একরত্তি শিশু। বাবা-দাদাও দেখেননি যে তাঁদের পিছনে পিছনে বাড়ির ক্ষুদে সদস্যটিও রাস্তায় বেরিয়ে এসেছে। আর গাড়ির সামনেই খেলতে বসেছে। যাইহোক ভিডিওটি দেখে অবিশ্বাস্য মনে হলেও ওই পরিবারের কাছে তা যে আতঙ্কের, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। শিশুটিও আচমকা গাড়ির নিচে আটকা পড়ে খানিকা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। গাড়ি তাকে টপকে যেতেই লাফ দিয়ে উঠে পড়ে সে। তারপর সোজা বাবার স্নেহের আশ্রয়ে।

The post অবিশ্বাস্য! গাড়ির নিচে পড়েও বেঁচে গেল একরত্তি, ভিডিও ভাইরাল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement