টিটুন মল্লিক, বাঁকুড়া: ব্যবসায় আয় ভাল নয়। ছেলের টিউশন ফি দিতে ব্যর্থ। তার জেরে মানসিক অবসাদে আত্মঘাতী এক ব্যক্তি। বিষ মেশানো ঠান্ডা পানীয় খেয়ে প্রাণহানি হয়েছে তাঁর। বাঁকুড়ার এক নম্বর ব্লকের ঝরিয়ার ওই ব্যক্তির মৃত্যুতে নেমেছে শোকের ছায়া।
বাঁকুড়ার এক নম্বর ব্লকের ঝরিয়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম আকুল ঘোষ। পুয়াবাগানে ওষুধের দোকান রয়েছে তাঁর। ব্যবসায় আয় ভাল নয়। তার উপর আবার মাছ ধরার এবং লটারির নেশায় টাকা ব্যয় হয়ে যায় তাঁর। ফলে সংসারের খরচ সামলানো কার্যত দায় হয়ে যেত আকুলবাবুর। এদিকে, একমাত্র সন্তান রাহুল ছোট থেকেই অত্যন্ত মেধাবী। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। হেলনা শুশুনিয়া হাইস্কুলের পড়ুয়া রাহুল চলতি বছরেই মাধ্যমিক পাশ করে। তার প্রাপ্ত নম্বর ৫৯৪। মাধ্যমিকের বেশ কয়েকমাস আগে থেকে প্রতাপবাগানে একটি ভাড়াবাড়িতে থাকত সে।
[আরও পড়ুন: অভিষেকের কর্মসূচিতে কুড়মি বিক্ষোভের নেপথ্যে কারা? অবস্থান স্পষ্ট করল আদিবাসী কুড়মি সমাজ]
একে তো বাড়ি ভাড়া। তার উপর আবার টিউশন ফি। সবমিলিয়ে নাজেহাল পরিস্থিত হয় আকুলবাবুর। দিনকয়েক ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার ভোররাতে তাঁকে বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন স্ত্রী চন্দনা ঘোষ। প্রতিবেশীদের সাহায্যে স্বামীকে নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খান ওই ব্যক্তি। তাতেই মৃত্যু হয় তাঁর। আকুলবাবুর মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার।