shono
Advertisement
Siliguri

শিলিগুড়িতে রহস্যমৃত্যু নার্সের, বহুতল থেকে দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে এখনও তোলপাড় রাজ্য। তারই মাঝে ফের শিলিগুড়িতে রহস্যমৃত্যু নার্সের। বহুতলের শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হয় পুলিশ।
Published By: Sayani SenPosted: 09:11 AM Oct 19, 2024Updated: 01:13 PM Oct 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড নিয়ে এখনও তোলপাড় রাজ্য। তারই মাঝে এবার শিলিগুড়িতে রহস্যমৃত্যু নার্সের। বহুতলের শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হয় পুলিশ।

Advertisement

মৃত বছর পঁচিশের অর্চনা থাপা দার্জিলিংয়ের বাসিন্দা। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের নার্স ছিলেন তিনি। ২৫ নম্বর ওয়ার্ডের মিলনপল্লিতে আরও কয়েকজন নার্সের সঙ্গে একটি বহুতলে থাকতেন। স্থানীয়দের অভিযোগ, ওই বহুতলে নানা অসামাজিক কার্যকলাপ চলত। বহু বহিরাগতর আনাগোনাও ছিল। শুক্রবার রাতে আচমকাই স্থানীয়রা দেখেন বহুতলের সামনে একটি অ্যাম্বুল্যান্স এসে দাঁড়িয়েছে। তাতেই সন্দেহ হয় অন্যান্যদের। পরে তাঁরা জানতে পারে ওই বহুতলে এক নার্সের রহস্যমৃত্যু হয়েছে।

স্থানীয়দের দাবি, অ্যাম্বুল্যান্সে করে দেহ পাচারের চেষ্টা করা হচ্ছে। তাতেই বাধা দেন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। স্থানীয়দের ছোড়া ইটের ঘায়ে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন বলেই খবর। নার্সের রহস্যমৃত্যু এবং পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক মামলা রুজু হয়েছে। আত্মহত্যা নাকি খুন করা হয়েছে নার্সকে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিলিগুড়িতে রহস্যমৃত্যু নার্সের।
  • বহুতলের শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
  • ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত হয় পুলিশ।
Advertisement