shono
Advertisement

আরপিএফের ‘মারধরে’অভিমান! রেললাইনের ফিশপ্লেটের নাটবল্টু খুলে ফেললেন ব্যক্তি

যুবকের আচরণে অবাক প্রায় সকলেই।
Posted: 04:08 PM Mar 25, 2023Updated: 04:08 PM Mar 25, 2023

রঞ্জন মহাপাত্র, কাঁথি: আরপিএফ মারধর করেছিল বলে অভিযোগ। তার জেরে হয়েছিল অভিমান। সে কারণে রেললাইন ফিশপ্লেটের নাটবল্টু খুলে ফেললেন এক ব্যক্তি। দিঘা দেবেন দুলাল জগবন্ধু হাইস্কুলের অদূরের এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই সর্বত্র চলছে জোর আলোচনা।

Advertisement

অন্যান্য দিনের মতো শনিবার বেশ কয়েকজন প্রাতঃভ্রমণকারী দিঘা-তমলুক রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁরা দেখেন টিডি ৮৭/৯টিডি, টিডিডি ৮৭/১০ জায়গায় বেশ কয়েকটি নাট খোলা। দিঘা দেবেন দুলাল জগবন্ধু হাইস্কুল থেকে কিছুটা দূরে এক যুবক নাটবল্টু খুলছেন। স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন তাকে। যদিও পরে পালিয়ে যান।

[আরও পড়ুন: নয়া পদ্ধতিতে শিক্ষাদানে নজির, শিক্ষা মিশনে ‘প্রাইম মিনিস্টারস অ্যাওয়ার্ড’ পাচ্ছে বাঁকুড়া]

কিন্তু কেন এমন কাজ করছিলেন ওই যুবক? স্থানীয়দের দাবি, ওই যুবক যখন স্টেশনে ঢুকেছিলেন তখন আরপিএফ নাকি তাকে মারধর করে। তাই অভিমানে এই ঘটনা ঘটিয়েছে। রেললাইনে ফিশপ্লেট খোলা অবস্থায় একটি লোকাল ট্রেনও যায়। বড় কোনও বিপদও ঘটতেই পারত। তবে অন্য কোনও ট্রেন যাতায়াতের আগেই সকলের নজরে পড়ে। স্থানীয়রা রেলদপ্তরে খবর দেন। তাই ফিশপ্লেট সারাইয়ের পরই রেল চলাচল স্বাভাবিক হয়।

[আরও পড়ুন: ‘খোঁজখবর রাখিস, মেয়েটা একা আছে’, অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement