সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের অযোধ্যার (Ayodhdya) পরে এবার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার আবু ধাবিতে বিএপিএস (বোচাসনবাসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধনের পর মুসলিম দেশটিতে দাঁড়িয়েই অযোধ্যার জয়গান গাইলেন। মোদি বলেন, “আজ আবু ধাবির আনন্দের ঢেউ অযোধ্যায় অপরিসীম আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এটা আমার সৌভাগ্য যে আমিই প্রথমে অযোধ্যার রাম মন্দিরের সাক্ষী হয়েছি এবং তারপর আবু ধাবির এই মন্দিরেরও সাক্ষী হলাম।” আবু ধাবিতে দাঁড়িয়ে হিন্দুত্বের এজেন্ডা নিয়েই মুসলিম বিশ্বকে সৌহার্দ্যের বার্তা দিলেন নরেন্দ্র মোদি।
লোকসভা ভোটের আগে অযোধ্যায় মন্দির উদ্বোধনকে বিজেপি বড় চাল বলে মনে করা হচ্ছিল। একই কারণে বিরোধীরা ওই অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। আবু ধাবিতে প্রথম, সংযুক্ত আরব আমিরশাহির দ্বিতীয় হিন্দু মন্দিরটি উদ্বোধন করে এক অর্থে আন্তর্জাতিক কুটনীতির মোড় ঘুরিয়ে দিলেন মোদি। মন্দির তাসেই মুসলিম বিশ্বকে বন্ধুত্বের বার্তা দিলেন। মোদি বলেন, “গত মাসেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বহু পুরনো স্বপ্ন পূরণ হয়েছে। রামলালা উপবিষ্ট হয়েছেন ভবনে। সমগ্র ভারত তথা প্রত্যেক ভারতীয় এখনও ভালবাসার সেই অনুভূতিতেই নিমজ্জিত।” মোদি যোগ করেন, “এটা কেবল ভারতের ‘অমৃত কাল’ নয়, দেশের বিশ্বাস ও সংস্কৃতিরও ‘অমৃত কাল’।”
[আরও পড়ুন: আচমকা কলকাতায় প্রিয়াঙ্কা গান্ধী, কারণ ঘিরে জল্পনা]
রামমন্দির নির্মাণের সাফল্যে নিয়ে বলতে গিয়ে আবেগ বিহ্বল ভারতের প্রধানমন্ত্রী বলেন, “অনেকে বলছেন ‘মোদিজিই সবচেয়ে বড় পুরোহিত’। আমি জানি না আমার মন্দিরের পুরোহিত হওয়ার যোগ্যতা আছে কি না, তবে আমি মা ভারতীর (মাদার ইন্ডিয়া) পুরোহিত হতে পেরে গর্বিত।” আবু ধাবির মন্দির নিয়ে বলেন, “আজ সংযুক্ত আরব আমিশাহী মানব ইতিহাসের একটি সোনালী অধ্যায় রচনা করেছে। এখানে একটি সুন্দর ও ঐশ্বরিক মন্দির উদ্বোধন করা হচ্ছে। এই মুহূর্তের পিছনে রয়েছে বহু বছরের পরিশ্রম।” বলেন, “আমি আশা করি বিএপিএস মন্দির সমগ্র বিশ্বের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈশ্বিক ঐক্যের প্রতীক হয়ে উঠবে।”
[আরও পড়ুন: উচ্চমাধ্যমিকেও ইউনিক সিরিয়াল নম্বর, প্রশ্ন ফাঁস রুখতে কড়া সংসদ]
উল্লেখ্য, দুই দিনের আমিরশাহী সফরে গিয়ে মঙ্গলবার সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল নহয়ানের সঙ্গে বৈঠক করেন মোদি। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বুধবার দ্বিপাক্ষিক প্রতিনিধি স্তরের বৈঠকে আমিরশাহীর বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলির অংশগ্রহণ এবং আরব সাগর অঞ্চলের নিরাপত্তায় দু’দেশের সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ একদিকে মন্দির উদ্বোধন, অন্যদিকে কূটনৈতিক সম্পর্কে জোর, দুই ক্ষেত্রে ভারসাম্য রেখে চলতে চাইছে নয়াদিল্লি।