সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানিদের বিরুদ্ধে এবার কার্যত আদাজল খেয়ে নেমে পড়ল কংগ্রেস। কর ফাঁকির অভিযোগে আদানিদের অন্যতম বড় সংস্থা আদানি উইলমারের বিরুদ্ধে তদন্ত শুরু করল হিমাচলের কংগ্রেস সরকার। বৃহস্পতিবার সাতসকালে আদানি উইলমারের দপ্তরে হিমাচল সরকারের জিএসটি আধিকারিকরা হানা দিয়েছেন বলে খবর।
হিমাচল সরকারের অভিযোগ, আদানি উইলমার হিমাচল প্রদেশে পাঁচ বছর ধরে জিএসটিতে ফাঁকি দিচ্ছে। পূর্ববর্তী বিজেপি সরকার বিষয়টি উপেক্ষা করলেও কংগ্রেস নেতৃত্বাধীন সরকার কোনও অনিয়মের প্রমাণ পেলেই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলে খবর সরকারি সূত্রের। ইতিমধ্যেই আদানি উইলমারের কাছে গত পাঁচ বছরের জিএসটির হিসাবে চাওয়া হয়েছে। সমস্ত নথিও চেয়ে পাঠিয়েছেন জিএসটি আধিকারিকরা।
[আরও পড়ুন: শাহরুখ খানের জন্য বকা খেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়! এজলাসে বসেই আক্ষেপ, ব্যাপারটা কী?]
এদিকে আদানি ইস্যুতে সুর চড়াচ্ছে তৃণমূলও। গত দু’দিন ধরে সংসদে ধরনা কর্মসূচি পালন করার পর এবার আরও আক্রমণাত্মক এরাজ্যের শাসকদল তৃণমূল সাংসদ শান্ত্বনু সেন বলছেন, আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানিকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে তদন্ত করা উচিত। তিনি বলছেন, ইডির উচিত স্বতঃপ্রণোদিতভাবে আদানির বিরুদ্ধে মামলা দায়ের করা। গৌতম আদানির পাসপোর্ট বাজেয়াপ্ত করে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করা। বস্তুত বৃহস্পতিবারও সংসদে আদানি ইস্যুর আঁচ পড়তে পারে বলে খবর।
[আরও পড়ুন: তুরস্কের ভুমিকম্পে আটকে ১০ ভারতীয়, মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ২০০]
এসবের মধ্যে আবার আদানি গোষ্ঠী ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভাবমূর্তি উজ্বল করতে একটি ব্যাংকিং গোষ্ঠীর কাছ থেকে নেওয়া ৫০ কোটি ডলারের ঋণ সময়ের আগেই পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন আদানিরা। ভারতীয় মুদ্রায় যা ৪ হাজার কোটি টাকারও বেশি। বার্কলেস পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড পিএলসি, ডয়েশ ব্যাংক এজি’র মতো কয়েকটি সংস্থা আদানিদের কাছে ৩৭ হাজার কোটি টাকা পায়। সেই ঋণের একটি অংশ আগামী ৭ মার্চ শোধ করার কথা। তার আগেই সেই কিস্তি পরিশোধ করলেন আদানিরা।