shono
Advertisement

হার সত্ত্বেও ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে সানিয়া-বোপান্নাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে সানিয়া-বোপান্না জুটির ব়্যাকেটে ভর করে সোনা বা রূপো জয়ের যে স্বপ্ন দেখছিল ভারত, তাতে ইতি পড়ল৷ মিক্সড ডাবলস সেমিতে ভেনাস উইলিয়ম- রাজীব রাম জুটির কাছে হেরে গেলেন তাঁরা৷ তবে এখনও ব্রোঞ্জ পদকের আশা জিইয়ে আছে৷ ওলিম্পিকের ইতিহাসে টেনিসে এযাবৎ একটিই পদক জিতেছে ভারত৷ আটলান্টা ওলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার পেজ৷ সানিয়া-বোপান্না জুটি […] The post হার সত্ত্বেও ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে সানিয়া-বোপান্নাদের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:24 AM Aug 14, 2016Updated: 05:58 PM Jul 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে সানিয়া-বোপান্না জুটির ব়্যাকেটে ভর করে সোনা বা রূপো জয়ের যে স্বপ্ন দেখছিল ভারত, তাতে ইতি পড়ল৷ মিক্সড ডাবলস সেমিতে ভেনাস উইলিয়ম- রাজীব রাম জুটির কাছে হেরে গেলেন তাঁরা৷ তবে এখনও ব্রোঞ্জ পদকের আশা জিইয়ে আছে৷

Advertisement

ওলিম্পিকের ইতিহাসে টেনিসে এযাবৎ একটিই পদক জিতেছে ভারত৷ আটলান্টা ওলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার পেজ৷ সানিয়া-বোপান্না জুটি ভারতকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছিল৷ কিন্তু ব্যর্থ হল ভারতীয় টেনিস জুটি৷

ভেনাস-রাজীব জুটির বিরুদ্ধে এদিন গোড়াতে দাপট দেখিয়েছিলেন সানিয়া-বোপান্নারা৷ প্রথম সেট জিতেও নেন তাঁরা৷ তবে দ্বিতীয় সেট থেকেই শুরু হয় বিপর্যয়৷ শেষমেশ ৬-২,২-৬,৩-১০ –এ ম্যাচ পকেটে পুরে নেন ভেনাসরা৷

সেমিতে ছিটকে যাওয়ার ফলে সোনা বা রূপো জয়ের আশা ফুরোল ভারতের৷ তবে ব্রোঞ্জ জয়ের আশা এখনও জিইয়ে আছে৷ তৃতীয় স্থানের দাবিদার হিসেবে এখনও প্লে-অফ খেলার সুযোগ পাবেন তাঁরা৷ দেশের জন্য ব্রোঞ্জ জিততে চেক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন সানিয়ারা৷

 

 

The post হার সত্ত্বেও ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে সানিয়া-বোপান্নাদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement