সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শুটআউট (Shoot Out) রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার ভোররাতে গুলিবৃষ্টি হল রাজধানীর রাস্তায়। এবার গ্যাংস্টারদের নিশানায় দিল্লি পুলিশ। গুলির লড়াই শেষে একাধিক কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ ((Delhi Police)।
নির্দিষ্ট খবরের ভিত্তিতে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে গিয়েছিল দিল্লি পুলিশ। তাদের লক্ষ্য করে গুলিবৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। পালটা গুলি ছোড়ে পুলিশও। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। তবে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লিতে একের পর এক শুটআউটের ঘটনা বাণিজ্য নগরী মুম্বইয়ের নয়ের দশকের স্মৃতি উসকে দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: বুধবারের পর বৃহস্পতিবার, ফের দাম বাড়ল পেট্রল-ডিজেলের, নির্বিকার কেন্দ্র]
দিল্লি পুলিশ সূত্রে খবর, ঝারোদা এলাকায় চার দুষ্কৃতী গাঢাকা দিয়ে রয়েছে বলে খবর মেলে। তার পরই তাদের গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেতেই গুলিবৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা। পালটা গুলি ছোড়ে পুলিশও। শেষে চার দুষ্কৃতীকেই গ্রেপ্তার করে। তবে এই অপরাধীদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এপ্রসঙ্গে দিল্লি পুলিশের তরফে কিছুই জানানো হয়নি।
দিন কয়েক আগেই দিল্লির আদালত চত্বরে শুটআউটের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল। গত শুক্রবার। রোহিনী আদালতে (Rohini Court) ২০৭ নম্বর কক্ষে শুনানি চলছিল গ্যাংস্টার জিতেন্দ্রর। তখনই সেখানে বিরোধী গ্যাংয়ের দুই সদস্য আচমকা গুলি চালাতে শুরু করে। উকিল সেজে কোর্টে ঢুকে পড়েছিল হামলাকারীরা। তাদের গুলিতে আহত হয়ে ঢলে পড়ে জিতেন্দ্র। পালটা গুলি ছোড়ে আদালত কক্ষে মজুত পুলিশকর্মীরা। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের।
[আরও পড়ুন: পাঞ্জাবের পর এবার ছত্তিশগড়েও টালমাটাল কংগ্রেস! দিল্লিতে রাহুলের দ্বারে ১৫-১৬ জন বিধায়ক]
দেশের রাজধানীর বুকে একের পর এক এহেন ঘটনা নব্বইয়ের দশকের মুম্বইয়ের কথাকেই যেন মনে করিয়ে দেয়। সেই সময় ‘আন্ডারওয়ার্ল্ড’-এর রক্তাক্ত অভ্যন্তরীণ লড়াইয়ে লাল হয়ে উঠেছিল বাণিজ্যনগরীর পথ। তারপরই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অভিযান ও এনকাউন্টার পর্বে দয়া নায়কদের মতো পুলিশ অফিসারদের উত্থান। এবার রাজধানীর বুকে একের পর এক শুটআউট তেমনই কোনও ঘটনার আগাম সংকেত কি না, তা সময়ই বলবে।