সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানি পরিবারে খুশির হাওয়া। দাদু হলেন মুকেশ আম্বানি। বৃহস্পতিবার তাঁর পুত্র আকাশ ও পুত্রবধূ শ্লোকার কোল জুড়ে এল পুত্রসন্তান। এদিনই মুকেশ (Mukesh Ambani) ও তাঁর স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) সকলকে সুখবরটি জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছে।
আম্বানি পরিবারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ‘‘প্রথমবার ঠাকুমা ও দাদু হয়ে নীতা ও মুকেশ আম্বানি অত্যন্ত খুশি। ধীরুভাই ও কোকিলাবেন আম্বানির প্রপৌত্রকে স্বাগত জানাচ্ছেন তাঁরা। আজই মুম্বইয়ে এক পুত্রসন্তানের গর্বিত বাবা-মা হয়েছেন আকাশ ও শ্লোকা। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে। এই নতুন সদস্যের আগমনে মেহতা ও আম্বানি পরিবারে খুশির সীমা নেই।’’ ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা পাঠানো শুরু হয়ে গিয়েছে আম্বানি পরিবারকে।
[আরও পড়ুন: ‘আত্মনির্ভর ভারতের সাক্ষী নতুন সংসদ’, ভিত্তি স্থাপনের পর ‘ইন্ডিয়া ফার্স্টে’র শপথ প্রধানমন্ত্রীর ]
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ মার্চ বিয়ে হয় আকাশ ও হিরের ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে শ্লোকার। মুম্বইয়ের জিও ওয়ার্ড সেন্টারে বসেছিল সেই মেগা বিয়ের জমকালো আসর। ঝকমকে আলোয় সেজে উঠেছিল আম্বানিদের বাসভবন। উপস্থিত ছিলেন সিনেমা, রাজনীতি, বাণিজ্য জগতের তাবড় সেলেবরা। শাহরুখ-গৌরী থেকে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রী চেরি, অতিথি তালিকা ছিল চোখ ধাঁধানো।
এই মুহূর্তে আম্বানি পরিবারই এশিয়ার সবচেয়ে ধনী পরিবার। তাদের সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৬০০ কোটি ডলার। গত সপ্তাহেই ‘ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স’ এই তথ্য জানিয়েছিল। তাদের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী তালিকায় দু’নম্বরে থাকা হংকংয়ের কোওক পরিবারের সম্পত্তির দ্বিগুণ সম্পত্তির মালিক আম্বানি পরিবার।