shono
Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল সার্বিয়ার গান ‘মোয়ে মোয়ে’, অর্থ জানেন? কেন ট্রেন্ডিং?

৩ মিনিটের গানটি গেয়েছেন টেয়া ডোরা।
Posted: 09:40 PM Nov 28, 2023Updated: 12:03 PM Nov 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া এক আশ্চর্য পৃথিবী। তা যেন বাস্তব হয়েও অলৌকিক! হঠাৎ হুজুগে মাততে ওস্তাদ ভার্চুয়াল পৃথিবী। যেমন, বর্তমানে ট্রেন্ডিং ‘মোয়ে মোয়ে’ (Moye Moye)। সার্বিয়ার এই জনপ্রিয় গানের সুরে রিল উপচে পড়ছে সমাজমাধ্যমের বিভিন্ন প্লাটফর্ম। শুনেছেন গান? মোয়ে মোয়ের অর্থ জানেন? কেন ট্রেন্ডিং হল গানটি?

Advertisement

মানুষের মুখে ‘মোয়ে মোয়ে’ জনপ্রিয় হলেও ইউটিউবে গানটি রয়েছে Dzanum নামে। ৩ মিনিটের গান গেয়েছেন সার্বিয়ান গায়িকা ‘টেয়া ডোরা’ (Teya Dora)। ভাইরাল গানের ভিডিওতে দেখা গিয়েছে গায়িকাকেও। লিরিক্স লিখেছেন Slobodan Velkovic Coby। ইতিমধ্যেই ইউটিউবে এই গানটি দেখে ফেলেছেন ৬০ মিলিয়ন মানুষ।

 

[আরও পড়ুন: জিলেটিন স্টিক উদ্ধার মামলা: তিহাড়ে গিয়ে অনুব্রত-সায়গলকে জেরা করবে NIA]

গান জনপ্রিয় হলেও তা শুরু হয় মন খারাপের অনুষঙ্গে। সার্বিয়ান ভাষায় ‘মোয়ে মোয়ে’ শব্দের অর্থ হল দুঃস্বপ্ন। অবসাদ, মনখারাপ, দুঃখ, কষ্ট ইত্যাদির কথা ঘুরেফিরে এসেছে গানের কথায়। রয়েছে উত্তরণের ভাবনাও। বলা হয়েছে, বিষাদের মধ্যেই মানুষ খুঁজে চলেছে এমন একজনকে, যে শান্তি দিতে পারে, স্বস্তি দিতে পারে। ভিডিও ও গান যতই মন খারাপের হোক, জনপ্রিয় গানটিকে নিয়ে রিল বানানোর ধুম পড়েছে।

 

[আরও পড়ুন: গাজায় বাড়ল যুদ্ধবিরতির মেয়াদ, হামাসের কবল থেকে মুক্তি পাবেন আরও পণবন্দি]

এবং শুরুতে যে কথা হচ্ছিল, সোশাল মিডিয়া এক অলিক পৃথিবী। তাই ‘মোয়ে মোয়ে’র মতোই ‘মানিকে মাহে হিথে’, বাদাম কাকুর গান, রানু মণ্ডল থেকে শুরু করে ‘কাকলি ফার্ণিচার’, ‘লাভার’, ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’ … ট্রেন্ডিং হয়। কদিন পর বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার