shono
Advertisement

পাইরেসির অভিযোগে ধৃত Kickass Torrents-এর কর্ণধার

অসাধু উপায়ে ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের ভবিষ্যত আঁধারে... The post পাইরেসির অভিযোগে ধৃত Kickass Torrents-এর কর্ণধার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Jul 21, 2016Updated: 01:33 PM Jul 21, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অনলাইন পাইরেসি ওয়েবসাইটের কর্ণধার সন্দেহে এক ইউক্রেনিয়ান নাগরিককে গ্রেফতার করল মার্কিন পুলিশ৷ Kickass Torrents নামে ওই ওয়েবসাইটের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারেরও অধিক মূল্যের অধিক সিনেমা, মিউজিক ভিডিও পাইরেসির অভিযোগ রয়েছে৷

Advertisement

ধৃত অভিযুক্তের নাম আর্টেম ভলিন(৩০) বলে জানা গিয়েছে৷ ইউক্রেনের খারকিভের বাসিন্দা ওই ব্যক্তিকে পোল্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সংবাদসংস্থা এএফপি সূত্রে৷ ভলিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি Kickass Torrents বা KAT-এর কর্ণধার৷ যে ওয়েবসাইট গত কয়েক বছরের Pirate Bay-সহ অন্যান্য ওয়েবসাইটকেও জনপ্রিয়তায় ছাপিয়ে গিয়েছে৷

সিনেমা, ভিডিও গেমস, টেলিভিশন প্রোগ্রাম, মিউজিক ভিডিও ডাউনলোডের নিরিখে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট KAT৷ শুধু তাই নয়, জনপ্রিয়তার বিচারে সমস্ত ওয়েবসাইটের মধ্যে KAT রয়েছে ৬৯তম স্থানে৷ মার্কিন আদালতের আইনজীবী জানিয়েছেন, বেআইনি ফাইল শেয়ারিং ওয়েবসাইট চালিয়ে ভলিন ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি করেছেন৷ দেশজুড়ে ছড়ানো ওই ওয়েবসাইটের সার্ভার ব্লক করেও তাঁর টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ শেষ পর্যন্ত পোল্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ তাঁর দাবি, ভলিন এই শতাব্দীর সবচেয়ে কুখ্যাত সাইবার-ক্রিমিনাল৷ পুলিশ সূত্রে খবর, জানা গিয়েছে, ভলিনের আইফোন ও আই-ক্লাউড অ্যাকাউন্ট ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করা গিয়েছে৷

The post পাইরেসির অভিযোগে ধৃত Kickass Torrents-এর কর্ণধার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement