shono
Advertisement

লাউডন স্ট্রিটে দুর্ঘটনায় পুলিশ হেফাজতে পারভেজ, ধৃতের বিরুদ্ধে আরও কঠোর ধারায় মামলা রুজু

গাড়ি থেকে বেরনোর পর মোট ৭টি সিগন্যাল ভাঙে আরসালান পারভেজ৷ The post লাউডন স্ট্রিটে দুর্ঘটনায় পুলিশ হেফাজতে পারভেজ, ধৃতের বিরুদ্ধে আরও কঠোর ধারায় মামলা রুজু appeared first on Sangbad Pratidin.
Posted: 02:05 PM Aug 18, 2019Updated: 04:14 PM Aug 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দু’জন বাংলাদেশিকে গাড়ির চাকায় পিষে দেওয়ার ঘটনায়  আপাতত পুলিশ হেফাজতেই থাকতে হবে আরসালান পারভেজকে৷ রবিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় তাকে৷ সরকারি আইনজীবী চোদ্দদিনের পুলিশ হেফাজতে রাখার আবেদন জানিয়েছিলেন৷ তবে সেই আবেদন খারিজ হয়ে যায়৷ পরিবর্তে বারোদিনের পুলিশ হেফাজতেই রাখা হবে পারভেজকে৷   

Advertisement

[আরও পড়ুন: প্রাণহানির আশঙ্কা রয়েছে, নিরাপত্তা ফেরত চেয়ে অনুজ শর্মাকে ই-মেল শোভনের]

শুক্রবার রাত বারোটা নাগাদ কালো রংয়ের জাগুয়ারে সওয়ার হয়ে বাড়ি থেকে বেরোয় নামী রেস্তরাঁর মালিকের ছেলে পারভেজ আরসালান৷ ঠিক ১২টা ৫০ মিনিটে তার গাড়ির চাকায় পিষ্ট হয়ে পথেই দুই বাংলাদেশির মৃত্যু হয়৷ দ্রুত গতির জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান করেছিলেন পুলিশ আধিকারিকরা৷ প্রথমে যদিও সে তত্ত্বে সায় দেয়নি ধৃত আরসালান পারভেজ৷

তবে সিসিটিভি ফুটেজ এবং স্পিডোমিটারের নানা তথ্য খুঁটিয়ে দেখেন তদন্তকারীরা৷ তাতেই পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ময়দানের দিক থেকে লাউডন স্ট্রিট এবং থিয়েটার রোডের সংযোগস্থল পর্যন্ত পৌঁছনোর আগে অবধি একাধিকবার সিগন্যাল ভাঙে পারভেজ৷ প্রথমে ময়দানের দিক থেকে বিড়লা তারামণ্ডলের বাঁদিক দিয়ে জওহরলাল নেহরু রোড, শেক্সপিয়র সরণিতে মিডলটন স্ট্রিট দিয়ে জওহরলাল নেহরু রোডে সিগন্যাল ভাঙে সে৷ বিড়লা প্ল্যানেটরিয়াম থেকে বাঁদিকে ঘুরে থিয়েটার রোড হয়ে কলামন্দির যাওয়ার পথে লাউডন স্ট্রিট এবং থিয়েটার রোডের সংযোগস্থলে সিগন্যালটিও মানেনি আরসালান পারভেজ৷

[আরও পড়ুন: রাতারাতি প্রত্যাহার করা হল শোভনের নিরাপত্তা, রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন]

বেরনোর পর থেকে প্রায় ৮০-৮৫ কিলোমিটার বেগে গাড়ি চালান নামী রেস্তরাঁর মালিকের ছেলে৷ দ্রুত গতির জেরে বেসামাল হয়ে জাগুয়ার নিয়ে মার্সিডিজে ধাক্কা মারে পারভেজ৷ এতটাই জোরে ধাক্কা মারে যে মার্সিডিজ গিয়ে আছড়ে পড়েছে ফুটপাথের পুলিশ কিয়স্কে৷ বৃষ্টি থেকে মাথা বাঁচাতে সেখানেই আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন পথচারী৷ বিনা মেঘে বাজের মতো নিমেষে জাগুয়ারের চাকা পিষে দেয় এক মহিলা-সহ দু’জনকে৷ এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাঁদের৷ কাজি মহম্মদ মইনুল আলম এবং ফারাহানা ইসলাম তানিয়া নামে দু’জনকে মৃত বলে জানান চিকিৎসকরা৷ দু’জনেই দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবী৷ তাঁদের বিরুদ্ধে ৩০৪/২ ধারায় জামিন অযোগ্য মামলা রুজু করেছিল পুলিশ৷ তবে বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে সরকারি সম্পত্তি নষ্টের ধারাতেও পারভেজের বিরুদ্ধে মামলা রুজু করা হয়৷

The post লাউডন স্ট্রিটে দুর্ঘটনায় পুলিশ হেফাজতে পারভেজ, ধৃতের বিরুদ্ধে আরও কঠোর ধারায় মামলা রুজু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement