সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে এমন এক ঘটনা ঘটল, যা আইপিএলের ইতিহাসে আগে কখনও ঘটেনি। অনেকেই মনে করেছেন, এর জেরেই টানটান উত্তেজনার মধ্যে ম্যাচ জিতে নিয়েছে রাজস্থান। ১৬৫ রান তাড়া করতে নেমে ১৬২ রানেই থেমে যায় লখনউয়ের ইনিংস।
ঠিক কী ঘটেছিল? রাজস্থানের ব্যাটিং চলাকালীন ১৯ তম ওভারে হঠাৎই মাঠ ছেড়ে বেরিয়ে যান রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলে রিটায়ার্ড আউট (Retired Out), অর্থাৎ ভাল ব্যাট করতে না পারায় তিনি প্যাভিলিয়নে ফিরে যান, এমনটাই দাবি করেছেন অশ্বিন। এরপরে মাঠে আসেন রাজস্থানের আক্রমণাত্মক ব্যাটার রিয়ান পরাগ। একটি ছয় মেরে ৪ বলে ৮ রান করে ফিরে যান তিনিও। জেসন হোল্ডারের বল মাঠের বাইরে পাঠাতে গিয়েই ক্যাচ দিয়ে বসেন তিনি।
[আরও পড়ুন: চিকিৎসার অভাবে কোভিডের চেয়েও বেশি মৃত্যু হতে পারে শ্রীলঙ্কায়, আশঙ্কা ডাক্তারদের]
অশ্বিনের এই কাজে সকলে হতভম্ব হয়ে গেলেও তাঁর ক্রিকেট মস্তিষ্কের প্রশংসা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শেষের ওভারে যত বেশি সম্ভব রান তুলতে চায় সব দলই। সেই কারণেই অশ্বিন নিজে সেভাবে রান তুলতে পারছেন না দেখে জায়গা ছেড়ে দিলেন অন্য খেলোয়াড়কে। অল্প রানের ব্যবধানে রাজস্থানের জয়ও প্রমাণ করে দিয়েছে, টি-টোয়েন্টিতে প্রত্যেকটি রানই অত্যন্ত মূল্যবান। ক্রিকেটীয় নিয়মের এহেন প্রয়োগ এর আগে আইপিএলে দেখা যায়নি।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপ এর জন্য বাহবা দিয়েছেন অশ্বিনকে। তিনি বলেছেন, ভবিষ্যতে অন্য দলগুলি এই পন্থা নিতে পারে। যদিও ঘটনার সময়ে মাঠে থাকা রাজস্থান ব্যাটার শিমরন হেটমেয়ার জানিয়েছেন, তিনি জানতেন না অশ্বিন এই সিদ্ধান্ত নিতে চলেছেন। ইনিংস শেষে তিনি বলেছেন, “অশ্বিন একটু ক্লান্ত ছিল ঠিকই, কিন্তু মাঠ ছেড়ে চলে যাবে সেটা জানতাম না। তবে দলের ভালই হয়েছে, কারণ রিয়ান মাঠে নেমেই ছয় মেরে রান বাড়িয়ে দিয়েছিল কিছুটা।”
অশ্বিন এবং ক্রিকেটীয় নিয়মের অদ্ভুত প্রয়োগ যেন সমার্থক। এর আগে কিংস ইলেভন পাঞ্জাবের অধিনায়ক থাকাকালীন তিনি মনকাড়িং করে জস বাটলারকে প্য়াভিলিয়নে ফিরিয়েছিলেন। সেই নিয়ে বিতর্ক হলেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অশ্বিন। এই আউট করার জন্য তিনি অনুতপ্ত নন এবং ভবিষ্যতে সুযোগ পেলে আবারও এই আউট করবেন বলেও জানিয়েছিলেন তিনি। পরবর্তীকালে অবশ্য এই আউটকে বৈধ হিসাবে ঘোষণা করা হয়।