ত্রিপুরা, এবং নাগাল্যান্ডের নির্বাচনে সাফল্য বিজেপির (BJP)। মেঘালয়ের ফলাফল ত্রিশঙ্কু। সেরাজ্যে একক বৃহত্তম দল শাসক এনপিপি। তবে প্রথমবার লড়ে ভাল ফল তৃণমূলের। সাগরদিঘি উপনির্বাচনে জিতল কংগ্রেস।
বিকাল ৫.৩৫: মেঘালয়ে ৫ আসনে জয়ী তৃণমূল। তাঁদের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বিকাল ৫টা ১৫: সাগরদিঘিতে জয় কংগ্রেসের। ২২ হাজারের বেশি ভোটে হারল তৃণমূল। অনেক পিছিয়ে তৃতীয় বিজেপি। কংগ্রেস এবং বিজেপির অনৈতিক জোটেই সাফল্য, দাবি তৃণমূলের।
বিকাল ৫টা: নাগাল্যান্ডে আফস্পা ইস্যুতে উত্তেজনা সত্ত্বেও শাসক বিজেপি, এনডিপিপি জোটের দখলেই যাচ্ছে সেরাজ্যের ক্ষমতা। জোট এগিয়ে ৩৭ আসনে। এরাজ্যে কংগ্রেস শূন্য পেয়েছে।
বিকাল ৪টে ৩০: মেঘালয়ে ত্রিশঙ্কু হচ্ছে ফলাফল। তবে সরকার গড়ার দৌড়ে এগিয়ে কনরাড সাংমার দল এনপিপি। তারা এগিয়ে ২৫ আসনে। কংগ্রেস এবং তৃণমূল এগিয়ে ৫টি করে আসনে। বিজেপি এগিয়ে ৩ আসনে। দ্বিতীয় হয়েছে স্থানীয় দল ইউডিপি।
বিকাল ৪টে: বাম-কংগ্রেসের ব্যর্থতায় কান ঘেঁসে ত্রিপুরা জয় বিজেপির। গেরুয়া শিবির ৩৩ আসনে এগিয়ে। বাম-কংগ্রেস জোট ১৪টি আসনে এগিয়ে। তিপ্রা মথা এগিয়ে ১৩ আসনে। সেরাজ্যে প্রধান বিরোধী দল তিপ্রা মথায়।
দুপুর ৩টে ৩০: সাগরদিঘিতে অনৈতিক জোট হয়েছে বিজেপি, কংগ্রেসের। আমাদের কাছে এটা শিক্ষা। আমাদের কংগ্রেস এবং সিপিএমের কথা শোনা উচিত না। তবে তৃণমূল এই তিন দলকে একসঙ্গে হারানোর জন্য প্রস্তুত। সাগরদিঘির ফল নিয়ে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর।
দুপুর ২ টো ৩০: স্পষ্ট হচ্ছে মেঘালয়ের ফলও। পাহাড়ি রাজ্যে শাসক এনপিপি সর্বোচ্চ ২৫ আসনে এগিয়ে। দ্বিতীয় স্থানে স্থানীয় দল ইউডিপি। বিজেপি এগিয়ে ৩টি আসনে। কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসনে এগিয়ে।
দুপুর ২ টো: অনেকটাই স্পষ্ট ত্রিপুরার ফল। এককভাবেই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি-আইপিএফটি জোট। কার্যত মুখ থুবড়ে পড়ল বাম-কংগ্রেস জোট। তারা এগিয়ে ১৪টি আসনে। ১২ আসনে এগিয়ে তিপ্রা মথা।
দুপুর ১টা ৪০: সাগরদিঘিতে জয়ী কংগ্রেস প্রার্থী। এই মুহূর্তে ২০ হাজারের বেশি ভোটে জয় নিশ্চিত করেছেন বাইরন বিশ্বাস। মমতা অপরাজিত নন, বোঝাল সাগরদিঘি, দাবি অধীরের।
দুপুর ১টা ১৫: ত্রিপুরায় শেষ পর্যন্ত এগিয়ে বিজেপিই। সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে গেরুয়া শিবির। তারা এগিয়ে ৩৪ আসনে। বাম, কংগ্রেস জোট এগিয়ে ১৬ আসনে। তিপ্রা মথা এগিয়ে ১১ আসনে।
দুপুর ১টা ১০: মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার ইঙ্গিত। এনপিপি ২৩ আসনে এগিয়ে। ইউডিপি এগিয়ে ১১ আসনে। তৃণমূল ৫, কংগ্রেস ৪ এবং বিজেপি ৩ আসনে এগিয়ে। অন্যান্যরা এগিয়ে বাকি আসনগুলিতে।
দুপুর ১২টা ৫০: সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীর লিড বেড়ে ১২ হাজারের বেশি। ক্রমশ পিছিয়ে পড়ছে তৃণমূল।
দুপুর ১২টা ২০: সাগরদিঘিতে লিড বাড়তেই উচ্ছ্বসিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নিরপেক্ষ ভোট করানোর জন্য কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অধীরের হুঙ্কার, সাগরদিঘির ফল প্রকাশ করে কংগ্রেস ফুরিয়ে যায়নি।
দুপুর ১২টা: ত্রিপুরায় কান ঘেঁষে জয় বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার। কংগ্রেস প্রার্থীকে ১ হাজারের সামান্য বেশি ভোটে কংগ্রেসকে হারালেন তিনি। আগরতলায় এগিয়ে কংগ্রেসের সুদীপ রায় বর্মন। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা সাহাও জয়ী।
সকাল ১১ টা ৫০: সাগরদিঘি উপনির্বাচনে বাড়ছে কংগ্রেসের লিড। সপ্তম রাউন্ডের শেষে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে কংগ্রেস। উচ্ছ্বাস বহরমপুরে কংগ্রেসের পার্টি অফিসে।
সকাল ১১টা ২৫: মেঘালয়েও শেষ পর্যন্ত এগিয়ে এনপিপি। কনরাড সাংমার দল এগিয়ে ২৪ আসনে। তৃণমূল এগিয়ে ৫ আসনে। কংগ্রেস এবং বিজেপি এগিয়ে ৬টি করে আসনে।
সকাল ১১টা ২০: ত্রিপুরায় শেষ হাসি হাসার পথে বিজেপিই। সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়ে ৩১ আসনে এগিয়ে দাঁড়িয়ে গেরুয়া শিবির। বাম-কং জোট এগিয়ে ১৬ আসনে। তিপ্রা মথা এগিয়ে ১৩ আসনে।
সকাল ১১টা: পঞ্চম রাউন্ড শেষে সাগরদিঘিতে ৫ হাজারের বেশি ভোটে এগিয়ে কংগ্রেস। দ্বিতীয় স্থানে তৃণমূল। অনেক পিছিয়ে তৃতীয় বিজেপি।
সকাল ১০টা ৪০: মেঘালয়ে আশা জাগিয়েও পিছিয়ে পড়ছে তৃণমূল। এই মুহূর্তে সেরাজ্যে ২৫ আসনে এগিয়ে এনপিপি। তৃণমূল এগিয়ে ৭ আসনে। বিজেপি এবং কংগ্রেসও এগিয়ে ৭টি করে আসনে। ৮ আসনে এগিয়ে ইউডিপি।
সকাল ১০টা ৩০: সাগরদিঘিতে তৃতীয় রাউন্ডের শেষে দেড় হাজার ভোটে এগিয়ে কংগ্রেস।
সকাল ১০টা ২০: খেলা ঘুরছে ত্রিপুরায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। এই মুহূর্তে বাম-কংগ্রেস জোট এগিয়ে ২৪ আসনে। বিজেপি জোট এগিয়ে ২২ আসনে। তিপ্রা মথা এগিয়ে ১৩ আসনে।
সকাল ১০টা ১০: ফের এগিয়ে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এগিয়ে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পিছিয়ে।
সকাল ১০টা ৫: সাগরদিঘিতে দ্বিতীয় রাউন্ড শেষেও এগিয়ে কংগ্রেস। বায়রন বিশ্বাস পেয়েছেন ১১ হাজার ৪৩৫টি ভোট। তৃণমূল ৯,৩৫৫টি ভোট। কংগ্রেস এগিয়ে ২ হাজার ৮০ ভোটে।
সকাল ১০টা: ত্রিপুরায় এই মুহূর্তে পিছিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা। টাউন বরদলুই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশিস সাহার থেকে সামান্য ভোটে পিছিয়ে তিনি।
সকাল ৯টা ৪০: ত্রিপুরাতেও কঠিন লড়াইয়ের ইঙ্গিত। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগিয়ে থাকলেও ধীরে ধীরে লড়াইয়ে ফিরছে জোট। এই মুহূর্তে বিজেপি জোট এগিয়ে ৩০ আসনে। বাম কংগ্রেস জোট এগিয়ে ১৯ আসনে। ১১ আসনে এগিয়ে তিপ্রা মথা।
সকাল ৯টা ৩০: মেঘালয়ে একক বৃহত্তম দল হতে পারে তৃণমূল। প্রাথমিক ট্রেন্ডে ১৯ আসনে জয়ী ঘাসফুল শিবির। এনপিপি এগিয়ে ১৬ আসনে। কংগ্রেস এগিয়ে ১০ আসনে।
সকাল ৯টা ১৫: সাগরদিঘিতে প্রথম পর্বের গণনার শেষে তৃণমূল ৪ হাজার ৫৫৮, কংগ্রেস ৫ হাজার ১৯৭, বিজেপি ২ হাজার ৭৭টি ভোট পেয়েছে।
সকাল ৯টা ১০: প্রাথমিক ট্রেন্ডে মেঘালয়ে দ্বিতীয় বৃহত্তম দল হতে পারে তৃণমূল। এখন তাঁরা এগিয়ে ১২ আসনে। বিজেপি এগিয়ে ১০ আসনে। কংগ্রেস এগিয়ে ৮টি আসনে।
সকাল ৯টা: সাগরদিঘিতে প্রথম রাউন্ড শেষে এগিয়ে কংগ্রেস। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ৫২১ ভোটে এগিয়ে কংগ্রেসের বায়রন বিশ্বাস।
সকাল ৮টা ৫৫ মিনিট: ত্রিপুরাতে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে ৪০ আসনে এগিয়ে বিজেপি। নাগাল্যান্ডেও এগিয়ে বিজেপি।
সকাল ৮ টা ৪৫: ত্রিপুরাতেও চূড়ান্ত ব্যর্থ হওয়ার পথে বাম-কংগ্রেস জোট? প্রাথমিক ফলাফলে ইঙ্গিত ৬০ আসনের মধ্যে মাত্র ১৫টিতে এগিয়ে জোট। বিজেপি এগিয়ে ৩৭ আসনে।
সকাল ৮টা ৩৭: সাগরদিঘিতেও শুরু হয়েছে ভোটগণনা। মোট ১৫ রাউন্ড গণনা হবে।
সকাল ৮টা ৩৫: পোস্টাল ব্যালটে নাগাল্যান্ডে ৩১ আসনে এগিয়ে বিজেপি জোট। এনপিএফ এগিয়ে ১০ আসনে। ১ আসনে এগিয়ে কংগ্রেস।
সকাল ৮টা ৩০: পোস্টাল ব্যালটে মেঘালয়ে ২২ আসনে এগিয়ে শাসক এনপিপি। তৃণমূল এগিয়ে ১০ আসনে। কংগ্রেস পাঁচ এবং বিজেপি ১০ আসনে এগিয়ে।
সকাল ৮টা ২৫: পোস্টাল ব্যালটে ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতার বেশি আসনে এগিয়ে বিজেপি। তারা এগিয়ে ৩৭ আসনে। বাম-কংগ্রেস জোট মাত্র ৭ আসনে এগিয়ে। তিপ্রা মথা এগিয়ে ১৩ আসনে।
সকাল ৮টা ১০: মেঘালয়ে ত্রিশঙ্কু পরিস্থিতি হলে জোট হতে পারে বিজেপি-এনপিপির। ইঙ্গিত দিয়ে রেখেছে দুই শিবিরই।
সকাল ৮টা ৫: পোস্টাল ব্যালটে ত্রিপুরায় এগিয়ে বিজেপি। মেঘালয়ে এগোচ্ছে এনপিপি। নাগাল্যান্ডেও এগিয়ে বিজেপি জোট।
সকাল ৮টা: শুরু হল তিন রাজ্যের ভোট গণনা। তিন রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।